ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইকবাল খন্দকারের ‘গল্পে শুনি যাদের নাম’

প্রকাশিত: ০৫:০২, ২৭ আগস্ট ২০১৭

ইকবাল খন্দকারের ‘গল্পে শুনি যাদের নাম’

সংস্কৃতি ডেস্ক ॥ চিরচেনা সব গল্পের সুপরিচিত চরিত্রদের অংশগ্রহণে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘গল্পে শুনি যাদের নাম’। এই অনুষ্ঠানে থাকছে ঠাকুর মা, নাসিরুদ্দিন হোজ্জা, আলীবাবা ও ডালিম কুমারের রহস্যময় উপস্থিতি। যে উপস্থিতি দর্শকদের হাসাবে, তাদের বোধশক্তিকে আন্দোলিত করবে আর ফিরিয়ে নিয়ে যাবে ছেলেবেলার সেই গল্পমুখর দিনগুলোর কাছে। মাসউদুল হকের সার্বিক তত্বাবধানে ‘গল্পে শুনি যাদের নাম’ অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। প্রযোজনা করছেন আফরোজা সুলতানা। আসছে ঈদে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে। দীপ্ত প্রভাতীতে ফাতেমা তুজ জোহরা সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় কবি নজরুলের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৭-৩০মিনিটে প্রচার হবে ‘দীপ্ত প্রভাতী’। ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চির তারুণ্যের প্রতীক প্রেম ও বিদ্রোহের কবি। তাকে গভীর শ্রদ্ধা ও স্মরণে দীপ্ত প্রভাতীর বিশেষ আয়োজন বিশেষ দীপ্ত প্রভাতী। অনুষ্ঠানটিতে সরাসরি গান পরিবেশন করবেন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। ৭/৮টি নজরুলের গান এবং তাঁর জীবনালোচনা নিয়ে সাজানো হয়েছে দীপ্ত প্রভাতী। সঙ্গে থাকবে সরাসরি দর্শকদের ফোন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নির্জর চৌধুরী। প্রযোজনা করেছেন নূরুল ইসলাম দূরে।
×