ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘রঙের মানুষ’

প্রকাশিত: ০৫:০১, ২৭ আগস্ট ২০১৭

চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘রঙের মানুষ’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণে; শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধির্চ্চার সঙ্গে জড়িয়ে রয়েছে নান্দনিক চেতনা বোধ। আবহমান বাংলার সঙ্গীতে রয়েছে এক গৌরবময় ঐতিহ্য। যুগে যুগে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন এদেশের গুণী গীতিকার, সুরস্রষ্টা এবং কণ্ঠশিল্পী। একজন শ্রষ্ঠা তাঁর মেধা এবং পরম মমত্বের পরশে মনের রংতুলির ছোঁয়ায় চলচ্চিত্রের রূপলী পর্দায় নিপুন ভাবে যে ছবি আঁকেন তা হয়ে যায় সর্বজনীন। নির্মাণশৈলীর কারিগর পুরস্কৃত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। যেসব কুশলী কারিগর রং ছড়ায় আপন মহিমায় তাদের নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র বিষয়ক চার পর্বের বিশেষ অনুষ্ঠান ‘রঙের মানুষ’। ষাটের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত চলচ্চিত্রকে বলা হয় স্বর্ণালি যুগ। এ সময় সৃষ্টি হওয়া গান এখনও দর্শকের হৃদয় স্পর্শ করে। এই জনপ্রিয় গানের শ্রষ্ঠারা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় পরিচালক, কাহিনীকার, সংলাপ রচয়িতা, সুরকার ও গীতিকারদের কাছ থেকে জানা হয়েছে তার প্রথম পরিচালনা, কাহিনী, সংলাপ এবং গান রচনার প্রেক্ষাপট। অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিশিষ্ট পরিচালক, প্রযোজক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আবদুল হাদী, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক, আলম খান এবং বিশিষ্ট পরিচালক মতিন রহমান। চার পর্বের ভিন্ন নির্মাণশৈলীর ‘রঙের মানুষ’ পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। অনুষ্ঠান চারটি ধারাবাহিকভাবে ঈদের ৭ম দিন থেকে ১০ম দিন পর্যন্ত দুপুর ১-৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
×