ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছোট পর্দায় নজরুল প্রয়াণ দিবস

প্রকাশিত: ০৫:০১, ২৭ আগস্ট ২০১৭

ছোট পর্দায় নজরুল প্রয়াণ দিবস

সংস্কৃতি ডেস্ক ॥ সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণ দিবস আজ। ১৯৭৬ সালের আজকের দিনে বাংলাদেশে মৃত্যুবরণ করেন নজরুল। বাংলা সাহিত্যের অন্যন্য এই কিংবদন্তি সাহিত্যিকের প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান বিশেষ আয়োজন করেছে। বিটিভিসহ দেশের স্যাটেলাইট চ্যানেল ও এফএম রেডিওগুলো দিবসকে ঘিরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। ছোট পর্দায় নজরুল প্রয়াণ দিবসের আয়োজনের তথ্য নিয়ে এ প্রতিবেদন। এটিএন বাংলার আয়োজন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭-৩০টায় প্রচার হবে ‘চায়ের চুমুক’ এর বিশেষ পর্ব। এ পর্বের অতিথি সঙ্গীতশিল্পী ছন্দা চক্রবর্তী। সকাল ৮-৩০টায় প্রচার হবে ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। সকাল ৯-১৫টায় প্রচার হবে তথ্যচিত্র ‘তুর্যনাদের বাঁশি’, পরিচালনা-আমজাদ কবীর চৌধুরী। বেলা ৩-১৫টায় প্রচার হবে শিশুতোষ অনুষ্ঠান ‘ছোটদের নজরুল’। পরিচালনা- কাজলী আহমেদ। বেলা ৩-৪৫টায় প্রচার হবে শিশুতোষ অনুষ্ঠান ‘স্মৃতিতে নজরুল’। পরিচালনাÑ আমরা করবো জয় টিম। বিকেল ৫-২০টায় প্রচার হবে গীতি নৃত্যনাট্য ‘আমারে দেবো না ভুলিতে’। পরিচালনা- নাহিদ রহমান। রাত ৮টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘ভালবাসো মোর গান’ পরিচালনা-নাহিদ রহমান। রাত ৮-৪৫টায় প্রচার হবে নাটক ‘শিউলীমালা’। নাট্যরূপ- মোবাশ্বেরা খানম। পরিচালনা- সাইদুল আনাম টুটুল। রাত ১০-৫৫টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘যদি আর বাঁশি না বাজে’। উপস্থাপনায় মোঃ জেহাদ উদ্দিন। পরিচালনা- ফয়সাল মাহমুদ। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট অধ্যায়ের স্মৃতিচারণ করেছেন তিনি। পাশাপাশি নজরুল জীবনের নানা দিকও তিনি তুলে ধরেছেন এ আলোচনায়। অনুষ্ঠানে নজরুল জীবনী নিয়ে আলোচনা ছাড়াও থাকবে নজরুল সঙ্গীত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন খায়রুল আনাম শাকিল, ইয়াসমীন মুশতারী, ছন্দা চক্রবর্তী এবং ইয়াকুব আলী খান। চ্যানেল আইয়ের আয়োজন : আজ সকাল ৭-৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’। সকাল ৯-৪৫ মিনিটে দেখানো হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’, ফেরদৌস আরার অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জিল্লুর রহমান। সকাল ১১-০৫ মিনিট থেকে বিকেল ২টা পর্যন্ত প্রচার হবে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’, পরিচালনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩-০৫ মিনিটে প্রচার হবে সাপ্তাহিক অনুষ্ঠান ‘সেরা গান’, পরিচালনা করবেন অনন্যা রুমা। রাত ৭-৫০ মিনিটে দেখানো হবে নজরুলের কবিতা অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘রেশমি চুড়ি’। গীতালি হাসানের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। রাত ৯-৪৫ মিনিটে রয়েছে শিল্পী ফেরদৌস আরার অংশগ্রহণে নজরুল সঙ্গীতের অনুষ্ঠান ‘চন্দ্র মলিকা’, পরিচালনা করেছেন অনন্যা রুমা। রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘নয়ন ভরা জল’। উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া। এনটিভির আয়োজন : কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনটিভিতে আজ বেলা ১-০৫ প্রচার হবে বিশেষ নাটক ‘শিউলীমালা’। কাজী নজরুল ইসলামের ‘শিউলীমালা’ গল্পের নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। নাটকটি পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জয়া, জামাল উদ্দীন হোসেন প্রমুখ। সন্ধ্যা ৬-৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘নজরুলের চিঠি’। কবি নজরুল বিভিন্ন সময়ে, বিভিন্ন মানুষের কাছে চিঠি লিখেছেন। অত্যন্ত দুর্লভ সেসব চিঠির কয়েকটি পড়ে শোনাবেন আলী যাকের, আল মনসুর, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শিমূল মুস্তাফা, আহকামউল্লাহ মিঠু, চিত্রলেখা গুহ, মুনিরা ইউসুফ মেমী প্রমুখ। রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ধূমকেতু’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘আমায় নহে গো, ভালবাসো মোর গান’ এর অনুপ্রেরণায় নাটকটির নাট্যরূপ করেছেন সারোয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে-আফরান নিশো, তানভীন সুইটি, নিশা, দিলারা জামান, এ কে আজাদ সেতু প্রমুখ। রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে নজরুলের মৃত্যু ভাবনা দর্শন নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘আর অভিমান জানাব না’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন- শারমিন লাকী, আলোচক নাসিম আহমেদ, কবি মোহাম্মদ নুরুল হুদা ও সুজিত মোস্তফা। আরটিভির আয়োজন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯-০৫ মিনিটে প্রচার হবে বিশেষ মিউজিক স্টেশন অনুষ্ঠান। অনুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, অপু, শাকিলা মতিন মৃদুলা। সকাল ৯-০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট অবলম্বনে নির্মিত হয়েছেন নাটক ‘বাদল বরিষণে’ নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জিনাত হোসাইন । পরিচালনা করেছেন কৌশিক সংকর দাস। নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন ‘মনপুরা’ খ্যাত জুটি চঞ্চল চৌধুরী এবং ফারহানা মিলি। নাটকে চঞ্চল চৌধুরীকে রুদ্র এবং ফারহানা মিলিকে কাজরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
×