ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুইলচেয়ার ক্রিকেট

প্রকাশিত: ০৪:৫৯, ২৭ আগস্ট ২০১৭

হুইলচেয়ার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল টি২০ সিরিজ জয় করেছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ দলকে জয় পাইয়ে দেন হুইলচেয়ার ক্রিকেটার রাজন। ৩ ম্যাচের এ সিরিজ ২-১ ব্যবধানে জিতল স্বাগতিক বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত হুইলচেয়ার ক্রিকেট দল বাংলাদেশকে ২০ ওভারে ২২৪ রানের টার্গেট ছুড়ে দেয়। আগের ম্যাচের হ্যাট্রিক করা বাংলাদেশের উজ্জ্বল এই ম্যাচেও হ্যাট্রিকসহ ৫ উইকেট লাভ করেন। জবাবে ভারতের নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডিং-এ চাপে পড়ে বাংলাদেশ। টান টান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ১৫ রান নিয়ে বাংলাদেশ ২-১ এ ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেন রাজন। শেষ বলে ২ রানের প্রয়োজন থাকলেও তিনি ছক্কা হাঁকান। বাংলাদেশের উজ্জ্বল ম্যান অব দ্য ম্যাচ এবং সিরিজসেরা নির্বাচিত হন। সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রানে হারলেও দ্বিতীয়টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ হুইলচেয়ার দল। পুরস্কার বিতরণ করেন স্পন্সর ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। উপস্থিত ছিলেন সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। ওয়ালটন মহিলা দাবায় শীর্ষেইশিরিন স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে গতবারের রানারআপ শারমীন সুলতানা শিরিন ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তনিমা পারভীন এবং বগুড়ার প্রতিভা তালুকদার যুগ্মভাবে তৃতীয় স্থানে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় শিরিন ফিদেমাস্টার জাকিয়া সুলতানাকে এবং লিজা গতবারের চ্যাম্পিয়ন নাজরানা খান ইভাকে হারান। এছাড়া প্রতিভা ফিদেমাস্টার আফরোজা খানম বাবলীকে, রানী হামিদ জান্নাতুল ফেরদৌসকে, হামিদা জোহরাতুল জান্নাত জিসাকে, আহেলী রুমাইসা হায়দারকে, তিশা ঠাকুর জানিয়া হককে, ওয়ালিজা তানজিনা আক্তার তানিকে ও নোশিন কাজী জারিন তাসনিমকে হারান। তনিমা ঝর্ণার সঙ্গে ড্র করেন।
×