ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ সাইফ স্পোর্টিং ৫-০ ব্রাদার্স

ভ্যালেন্সিয়ার হ্যাটট্রিকে সাইফের বিশাল জয়

প্রকাশিত: ০৪:৫৬, ২৭ আগস্ট ২০১৭

ভ্যালেন্সিয়ার হ্যাটট্রিকে সাইফের বিশাল জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো খেলতে আসার পর যতই দিন যাচ্ছে ততই যেন বিস্ময় উপহার দিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নতুন দল সাইফ স্পোর্টিং ক্লাব। ঢাকা ফুটবলের তিন পরাশক্তির একটির কাছে লড়াকু হারের পর (ঢাকা আবাহনী), আরেকটিকে হারিয়েই দেয় (মোহামেডান)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার হারালো আরেকটিকে, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে, তাও আবার শোচনীয়ভাবে বিশাল ব্যবধানে। ম্যাচের স্কোরলাইন ছিল ৫-০। বলা যায় অভিজ্ঞ দল ব্রাদার্সকে যেন ফুটবলই শেখাল নবাগত দল সাইফ। সাইফের কলম্বিয়ান ফরোয়ার্ড হেম্বার ভ্যালেন্সিয়া ওলায়া নয়নাভিরাম হ্যাটট্রিক করেন। চলতি লীগে এটাই প্রথম কোন হ্যাটট্রিকের নজির। চলমান লীগে এটাই হচ্ছে যে কোন দলের সবচেয়ে বেশি গোলের ব্যবধানে জয়ী হওয়ার কৃতিত্ব। নিজেদের ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয়ে বন্দরনগরীর দল সাইফের পয়েন্ট দাঁড়ালো ১৫। ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। পেছনে ফেললো শেখ জামাল ধানম-িকে। পক্ষান্তরে গোপীবাগের দল ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্সের এটা সমান ম্যাচে তৃতীয় হার। ৫ পয়েন্ট নিয়ে তারা আছে ১২ দলের মধ্যে অষ্টম স্থানে (এই পরিসংখ্যান শনিবারের পরের ম্যাচ মুক্তিযোদ্ধা-জামাল খেলার আগ পর্যন্ত)। ম্যাচের ৪ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল সাইফ। বক্সে বল পেয়ে ডান পায়ের শট নেন ভ্যালেন্সিয়া। তবে শট নেয়ার সময় তাকে পেছন থেকে ট্যাকল করেন ব্রাদার্সের এক ডিফেন্ডার। ফলে গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়েও শটটা ঠিকমতো পারেননি ভ্যালেন্সিয়া। ২৫ মিনিটে সাইফের মতিন মিয়া চমৎকার একটি ক্রস বাড়ান। পোস্টের খুব কাছে লাফিয়ে উঠে হেড নেয় তপু বর্মণ। তবে বলের নাগাল পাননি এই ডিফেন্ডার। ৪৫ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় সাইফ স্পোর্টিং ক্লাব। প্রায় মাঝ মাঠ থেকে লম্বা পাসে বক্সে বল পাঠান আরিফুল। বল বুঝে নিয়ে সতীর্থের উদ্দেশে পাস করে দেন মতিন মিয়া। জুয়েল রানা বল পেয়ে গেলে তাকে চারদিক থেকে ঘিরে ধরে ব্রাদার্সের ডিফেন্ডাররা। দারুণ দক্ষতায় বল কাটিয়ে ভ্যালেন্সিয়ার উদ্দেশে পাঠিয়ে দেন জুয়েল রানা। বাঁ পায়ের আলতো টোকায় বল জালে ঠেলে দেন ভ্যালেন্সিয়া (১-০)। প্রথমার্ধের ইনজুরি টাইমেও জুয়েল-ভ্যালেন্সিয়া জুটির নৈপুণ্য ছিল দেখার মতো। বল নিয়ে দ্রুতগতিতে ডানপ্রান্ত দিয়ে ঢুকে পড়েন জুয়েল রানা। ডান পায়ে স্কয়ার করে ফিনিশিং টোকাটা দেন ভ্যালেন্সিয়া। বল পাঠিয়ে দেন জালে (২-০)। ৫৩ মিনিটে সাইফের তৃতীয় গোলটি করেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (৩-০)। ৬৪ মিনিটে গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে ডানপায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করে নিজের এবং লীগের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন ভ্যালেন্সিয়া (৪-০)। ইনজুরি টাইমে জামাল ভুঁইয়ার ফ্রি কিক থেকে দারুণ হেডে জালে পাঠান দেইনার আন্দেস (৫-০)। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ।
×