ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশে মুশফিকদের প্রত্যাশা অতি আত্মবিশ্বাসী মনে করছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, তাঁর মতে, ;###;সমানে সমান লড়াইয়ের সম্ভাবনাই বেশি

বিস্মিত স্মিথ!

প্রকাশিত: ০৪:৫৫, ২৭ আগস্ট ২০১৭

বিস্মিত স্মিথ!

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজ শুরুই হয়নি, কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ দল। স্বাগতিক দলের কোচ চান্দিকা হাতুরাসিংহেসহ অনেক ক্রিকেটারই এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে ম্যাচ শুরুর আগেই এমন মন্তব্য শুনে দারুণ বিস্ময় প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অবশ্য বাংলাদেশকে ঘরের মাটিতে খুবই ভাল একটি দল দাবি করে তিনি জানালেন দুই টেস্টের সিরিজ হবে খুব উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং। আগত সেই কঠোর সময়ের জন্য অসিরা প্রস্তুত বলেও দাবি করেছেন তিনি শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। বর্তমান অস্ট্রেলিয়া দলের কেউ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলেননি। বাংলাদেশের মাটিতে যে কোন ফরমেটের ক্রিকেট খেলার অভিজ্ঞতাই আছে গুটিকয়েক ক্রিকেটারের। বাংলাদেশের সাম্প্রতিক স্কোয়াডও অস্ট্রেলিয়ার এ দলটির বিরুদ্ধে খেলেনি কখনও। কিন্তু এরপরও ঘরের মাটিতে অসিদের বিরুদ্ধে টেস্ট, এ কারণেই স্বপ্নটা অনেক বড় বাংলাদেশের। স্বাগতিকরা আশা করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জেতার। এ বিষয়ে স্মিথ বলেন, ‘খুব আত্মবিশ্বাসী, তাই নয় কি? আমার মনে হয় বাংলাদেশ ১০০ খেলায় মাত্র ৯টি জিতেছে। সুতরাং এটা খুবই আত্মবিশ্বাসী একটা পূর্বাভাস। কিন্তু অবশ্যই তারা সেটা করতে পারে এই মুহূর্তে তাদের যে দক্ষতা রয়েছে সেটার কারণে। অধিকাংশ দলই ঘরের মাটিতে বেশ ভাল খেলে। বাংলাদেশও খুব ভাল খেলছে নিজেদের মাটিতে। এটা আমাদের জন্য ভাল একটি চ্যালেঞ্জ। কিন্তু হ্যাঁ এই মন্তব্যে আমি কিছুটা বিস্মিত হয়েছি।’ অবশ্য বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন ২-০ ব্যবধানে জেতা সম্ভব হলেও ফিফটি-ফিফটি সুযোগ থাকছে উভয় দলেরই। এ বিষয়ে স্মিথ বলেন, ‘আমার মনে হয় দারুণ এক সিরিজ হতে যাচ্ছে। আমার দলের জন্য ভাল একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে ভারত থেকে যেটা শিখেছি তা প্রয়োগের ক্ষেত্রে। এই উইকেট দেখে আমার সেখানকার মতোই মনে হয়েছে। আশা করছি ভারতে যা শিখেছি সেটা এখানে প্রয়োগ করতে পারব। আর আমার কোন সন্দেহই নাই যে এটা উত্তেজনাপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।’ ম্যাচের দিন ব্যতীত কোন দলের একাদশ জানা যায় না। এমনকি স্বাগতিক বাংলাদেশও আছে দোলাচলে একাদশ সাজানো নিয়ে। কিন্তু আগেরদিনই অসিরা একাদশ ঠিকঠাক করে ফেলেছে। স্মিথ জানালেন একাদশে তিনি ছাড়াও আছেন ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, এ্যাশটন এ্যাগার, প্যাট কামিন্স, নাথান লিয়ন ও জশ হ্যাজলউড। এর অর্থ এই মুহূর্তেই নামার জন্য পুরো প্রস্তুত অসিরা। এ বিষয়ে স্মিথ বলেন, ‘আমি উইকেট কিছুটা পরখ করেছি। আউটফিল্ড এখনও যথেষ্ট লম্বা মনে হচ্ছে। আমার মনে হয় এটাকে আরও ছোট করা হবে যেটা ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ। বৃষ্টির মধ্যেও কয়েকটা সেশনে এখানে অনুশীলন করতে পারা সৌভাগ্যের। কোন ট্যুর ম্যাচ হয়নি। কিন্তু আমরা সপ্তাহজুড়ে কঠোর পরিশ্রম করেছি। আর এখন আমরা আগামীকাল (আজ) নামার জন্য প্রস্তুত।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অধিনায়ক মুশফিকের বিরুদ্ধে কখনও না খেললেও এ কয়েকজনের বিষয়ে স্মিথ বলেন, ‘আমার মনে হয় গত কয়েক বছরে তার খেলার অনেক উন্নতি হয়েছে। মূল্যবান অনেক রান করেছেন তিনি। সন্দেহ নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কিছু করতে মুখিয়ে আছেন। তামিম-সাকিব বেশ ভাল ও অভিজ্ঞ খেলোয়াড়। নিজেদের দিনে তারা ভয়ঙ্কর। তারা যেহেতু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কখনও টেস্ট খেলেননি আমার মনে হয় তাদের জন্য উত্তেজনাপূর্ণ কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাদের জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে।’ এই তিনজন ছাড়াও বেশ কয়েকজনকে নিজেদের জন্য হুমকি মনে করছেন স্মিথ। তিনি বলেন, ‘বেশ কয়েকজন। সাকিব যেভাবে বল করেন এই কন্ডিশনের সঙ্গে ভালভাবে মানিয়ে যায়। মুস্তাফিজুর অবশ্যই যেভাবে বোলিং করেন (স্লোয়ার বল) সেটার দিকে আমরা নজর দিয়েছি। বড় স্কোর করতে হলে আমাদের অনেক ভাল খেলতে হবে।’
×