ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাউথ ইস্ট ব্যাংকের রাইট আবেদন বাতিল

প্রকাশিত: ০৪:৪২, ২৭ আগস্ট ২০১৭

সাউথ ইস্ট ব্যাংকের রাইট আবেদন বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় কোম্পানিটির রাইট আবেদন বাতিলের সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৪ জুন কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর জন্য বিএসইসিতে আবেদন করেছিল। জানা গেছে, কোম্পানিটি ১:২ অনুপাতে (২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট) শেয়ার ইস্যু করতে আবেদন করেছিল। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২ টাকা ৫০ পয়সা প্রিমিয়াম মিলে সাড়ে ১২ টাকায় রাইট শেয়ার কিনতে পারবে বিনিয়োগকারীরা। গত ২২ মে এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। এর আগে গত ৮ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই রাইট ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার আরএসআরএমের রাইট শেয়ার ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির ৩৫৪তম সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে ২টি রাইট ছাড়তে চায়। এজন্য কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামের সিদ্ধান্ত নিয়েছে। তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের ওপর। শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ অক্টোবর জরুরী সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×