ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে মেঘনা লাইফ

প্রকাশিত: ০৪:৪১, ২৭ আগস্ট ২০১৭

কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে মেঘনা লাইফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির করপোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ কার্যদিবসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। গেল হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, আগের বছর যা ছিল ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৫০ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৬৩ পয়সা ইপিএস দেখিয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। আগের বছর একই সময়ে যা ছিল ৬১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৫২ পয়সায়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ডিএসইতে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১৯ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ১০ টাকা ২০ পয়সা। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৩ দশমিক ৫৩, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৪ দশমিক ৬।
×