ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেপজার লক্ষ্যমাত্রা অতিক্রম

প্রকাশিত: ০৪:৩৯, ২৭ আগস্ট ২০১৭

বেপজার লক্ষ্যমাত্রা অতিক্রম

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০১৬-১৭ অর্থবছরে বিনিয়োগ, রফতানি ও কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত অর্থবছরে বেপজা বিনিয়োগ আকর্ষণ করেছে ৩৪৩.৭১ মিলিয়ন মার্কিন ডলার, ৮টি ইপিজেডের চালু শিল্প প্রতিষ্ঠানসমূহ হতে রফতানি হয়েছে ৬৫৪৯.৩৭ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ২৬,৬৩৮ জন বাংলাদেশী নাগরিকের। বেপজা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে সম্পাদিত ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, ৬২০০ মিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় এবং ২৫০০০ বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। জুন ২০১৭ পর্যন্ত বেপজায় ৪৬৪টি শিল্প প্রতিষ্ঠান চালু এবং ১২৭টি বাস্তবায়নাধীন রয়েছে। -বিজ্ঞপ্তি অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ॥ আইএমএফ বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু খুঁজে পাননি বলে জানিয়েছেন আইএমএফের বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দোরা। এক সাক্ষাতকারে তিনি সাম্প্রতিক বছরে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির প্রশংসা করেছেন। তবে রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকার জনগণের কাছে যে অঙ্গীকার করেছে, তা পূরণে নতুন ভ্যাট আইন কার্যকর না করায় এ বিষয়ে তার হতাশাও আছে। এছাড়া নিজের পায়ে দাঁড়াতে বাংলাদেশের ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়ানো ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে গত মাসের শেষ সপ্তাহে ঢাকা ছেড়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দারা। প্রথা মেনে বিদায়ী সাক্ষাতও করেছেন অর্থমন্ত্রীর সঙ্গে। বিষয়টা নিতান্ত সৌজন্য সাক্ষাত হলেও প্রাসঙ্গিকভাবেই সামষ্টিক অর্থনীতির নানা বিষয়ে কথা হয়েছে মন্ত্রীর সঙ্গে। অর্থনৈতিক রিপোর্টার
×