ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ইউরিয়া সার সঙ্কট

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ আগস্ট ২০১৭

কুষ্টিয়ায় ইউরিয়া সার সঙ্কট

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমন মৌসুমে সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিয়া সার। অথচ কুষ্টিয়ায় হঠাৎই দেখা দিয়েছে এই সারের সঙ্কট। কৃষকদের অভিযোগ, বেশি লাভের আশায় কৃত্রিম সঙ্কট তৈরি করছে একটি চক্র। তবে ডিলার ও কর্তৃপক্ষ কেউই সঙ্কটের কথা স্বীকার করতে নারাজ। কুষ্টিয়া জেলায় আমনের মৌসুম আসে একটু দেরিতে। তাই এ ধানের বাড়তি ফলনে নির্ভর করতে হয় ইউরিয়া সারের ওপর। কৃষকদের অভিযোগ, এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছেন সারের দাম। ইউরিয়ার সরকার নির্ধারিত দাম ১৬ টাকা। কিন্তু তা কিনতে হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। কৃষকরা বলছেন, বেশি দাম দিয়ে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচও। খুচরা ব্যবসায়ীদের দাবি, বিসিআইসির ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করছেন না, যা দিচ্ছেন তাও চড়া দামে। আর ডিলার এ্যাসোসিশনের নেতারা বলছেন, আপৎকালীন মজুদ না থাকায় এই সঙ্কট। তবে কর্তৃপক্ষ বলছে, সারের কোন ধরনের সঙ্কটে নেই। যারা বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। চলতি মাসে জেলায় ইউরিয়া সারের চাহিদা চার হাজার ৯৯৬ টন। কিন্তু মজুদ আছে দেড় হাজার টনের মতো।
×