ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মান পরীক্ষা ছাড়াই ৩৬ ধরনের পণ্য ভারতে রফতানি হবে

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ আগস্ট ২০১৭

মান পরীক্ষা ছাড়াই ৩৬ ধরনের পণ্য ভারতে রফতানি হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের পরীক্ষাগারে পণ্যের মান পরীক্ষা ছাড়াই রফতানি হবে বাংলাদেশী ৩৬ ধরনের পণ্য। ইতোমধ্যে ২১ ধরনের রফতানি পণ্যের ক্ষেত্রে আগেই নোটিফিকেশন জারি করে ভারত। এবার নতুন করে আরও ১৫ পণ্যের ক্ষেত্রে নোটিফিকেশন শীঘ্রই জারি করবে সংস্থাটি। তবে রফতানি করার জন্য দেশের মাননিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস্ এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদিত হতে হবে। গত ২৩ ও ২৪ আগস্ট বাংলাদেশ-ভারত ১১তম জয়েন্ট গ্রুপ অব কাস্টমসের দুদিনব্যাপী সভায় ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, আমাদের দেশের ব্যবসায়ীদের ভারতে পণ্য রফতানি করতে ওই দেশের মাননিয়ন্ত্রক প্রতিষ্ঠানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পণ্য রফতানি করতে বিএসটিআইএ কর্তৃক পরীক্ষার পরও ভারতে আবার পণ্য পরীক্ষার জটিলতায় অনেক সময় অপচয় হয়। অনেক ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য নষ্ট হয়ে যায়। ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল শুধু বিএসটিআইয়ের অনুমোদন পেলে যাতে রফতানির সুযোগ দেয়া হয়। দুই পক্ষের দীর্ঘদিনের আলোচনা শেষে সম্প্রতি ভারত আমাদের দেশের ২১ খাদ্য পণ্যের ক্ষেত্রে বিএসটিআই সার্টিফিকেট গ্রহণ করার অনুমতি দিয়ে সরকারী নির্দেশনা জারি করেছে। তিনি বলেন, এবারের আলোচনায় ২১টি পণ্যের সঙ্গে আরও ১৫টি পণ্যের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে দেয়া তালিকা অনুসারে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ওই ১৫ পণ্যের ক্ষেত্রে অনুরূপভাবে সুবিধা পাওয়া যাবে।
×