ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে ৩০ উপজেলা ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৭, ২৭ আগস্ট ২০১৭

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে ৩০ উপজেলা ঝুঁকিপূর্ণ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দীর্ঘ সময় ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গারা দলে দলে এদেশে এসেছে এবং এখনও আসছে। এরা এদেশের নাগরিকত্বের সনদ নিয়ে ভুয়া ভোটারও হয়ে যাচ্ছে। পরে গ্রহণ করছে পাসপোর্ট, চলে যাচ্ছে বিদেশেও। বিদেশে গিয়ে তারা নানা অপকর্ম করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের ৪ জেলার ৩০ উপজেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জেলাগুলো হচ্ছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিশেষ কমিটির সভায় নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, কক্সবাজারের আট, রাঙ্গামাটির আট, বান্দরবানের সাত ও চট্টগ্রামের সাত উপজেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) শাহাদাত হোসেন চৌধুরী জানান, রোহিঙ্গারা অবৈধ পথে ভোটার হতে মরিয়া হয়ে আছে। ক্ষুধার তাড়নায় ভেনিজুয়েলার মেট্রোপলিটন পার্ক চিড়িয়াখানা থেকে চোরাকারবারিরা দশটি পশু চুরি করে বিক্রি করেছে। তবে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে ক্ষুধার তাড়নায় একদল দুর্ভিক্ষপীড়িত লোক পশুগুলোকে চুরি করেছিল। বর্তমানে দেশটিতে তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। -ডেইলি মেইল চালকবিহীন লরির পরীক্ষা যুক্তরাজ্যের মূল সড়কগুলোয় ২০১৮ সালের শেষ দিকে চালকবিহীন লরি পরীক্ষার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই লরি পরীক্ষার জন্য ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরির (টিআরএল) সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে। এই পরীক্ষায় সর্বোচ্চ তিনটি লরি একসঙ্গে চালানো হবে। লরিগুলোর মধ্যে প্রথমটি থেকে বাকিগুলোর গতি ও ব্রেক নিয়ন্ত্রণ করা হবে। -বিবিসি
×