ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ

প্রকাশিত: ০৪:১৬, ২৭ আগস্ট ২০১৭

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের সচিব মোঃ শাহেদুল খবির চৌধুরীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বিগ্নœ শিক্ষা ক্যাডারের সদস্যরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অলিউল্লাহ মোঃ আজমতগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় সমিতির নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সমিতির পক্ষ থেকে যুগ্ম-মহাসচিব মন্মথ রঞ্জন বাড়ৈ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘মোঃ শাহেদুল খবির চৌধুরী বৃহস্পতিবার রাত ১০টায় গুলশান থেকে বাসায় ফেরার জন্য সিএনজি খোঁজার সময় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী অসতর্কতাবশত একজন কনস্টেবলের অস্ত্র থেকে গুলি বেরিয়ে এ ঘটনা ঘটে।’ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তার শরীরে ২৭টি স্পিøন্টার বিদ্ধ হয়। ঘটনার পরপরই পুলিশের মাধ্যমে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে সরকার ॥ রিজভী স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী ও দলের নেতারা মানববন্ধন করছেন, প্রেসব্রিফিং করে গালাগালি করছেন প্রধান বিচারপতিকে। পৃথিবীর সভ্য কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির নেই। কেউ অসন্তুষ্ট থাকলেও রায় মেনে নিতে হয়। এমনকি পাকিস্তানের মতো একটি দেশ, যেখানে সন্ত্রাসকবলিত সেখানেও কিন্তু সুপ্রীমকোর্টের রায় মেনে নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। যারা সর্বোচ্চ আদালতের রায় মানেন তারাই সভ্য।
×