ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্টের বিচার কার্যক্রম ৩৭ দিন বন্ধ

প্রকাশিত: ০৪:১৫, ২৭ আগস্ট ২০১৭

 সুপ্রীমকোর্টের বিচার কার্যক্রম ৩৭ দিন বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে আজ রবিবার থেকে ২ অক্টোবর পর্যন্ত ৩৭ দিন সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরী মামলাসংক্রান্ত শুনানি ও নিষ্পত্তি করবে অবকাশকালীন বেঞ্চ। আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি খুলবে সুপ্রীমকোর্ট। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সুপ্রীমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট বিভাগে ২২টি অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর মধ্যে ১২টি দ্বৈত ও ১০টি একক বেঞ্চ রয়েছে। এসব বেঞ্চে অবকাশে জরুরী মামলাসংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ অবকাশে আপীল বিভাগের অফিসের সময়সূচী সাপ্তাহিক ও সরকারী ছুটি ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। অবকাশকালীন এ সময়ে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রীমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন। দুদকের মামলায় কেয়া ইয়ার্নের চেয়ারম্যান ও পরিচালকের আগাম জামিন স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কেয়া গ্রুপের প্রতিষ্ঠান কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের চেয়ারম্যান খালেদা পারভীন ও পরিচালক মাসুম পাঠান হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে। দুদকের দায়েরকৃত তেজগাঁও থানার মামলা (নং-৩১ তারিখ: ২০/০৮/২০১৭ইং) হতে অন্তর্বর্তী জামিন লাভ করেন। কেয়া ইয়ার্নের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী। শুনানিতে এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, কেয়া ইয়ার্ন মিলস লিঃ বাংলাদেশ কৃষি ব্যাংকের কাওরানবাজার শাখা হতে তুলা আমদানি করার জন্য এলসি ওপেন করে।
×