ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গৃহবধূর আত্মহত্যা

নবাবপুরে হোটেল ম্যানেজারকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৪:১৩, ২৭ আগস্ট ২০১৭

নবাবপুরে হোটেল ম্যানেজারকে জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার নবাবপুরে একটি হোটেলের ম্যানজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। কাফরুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বংশালে অগ্নিদগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার নবাবপুরে হোটেল আরাফাতের ম্যানেজার আনোয়ার হোসেনকে (৩৮) হাতুড়ি দিয়ে পিটিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ হোটেলের কয়েক কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ বংশাল থানাধীন নবাবপুর রোডের ১৪৫ নম্বর ভবনের হোটেল আরাফাতের ২য় তলা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বংশাল থানার ওসি সাহিদুর রহমান জানান, নিহত আনোয়ার ওই হোটেলের ব্যবস্থাপক ছিলেন। সকালে হোটেলের কর্মচারীরা আনোয়ারের কক্ষে গিয়ে দেখেন, বিছানায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে আছে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠানো হয়। নিহতের গলায় ধারাল অস্ত্রের আঘাত ও শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি দিয়ে পেটানোর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর হোটেলের কয়েক কর্মচারীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে রেস্তরাঁটির এক কর্মীকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে হোটেলের এক কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করছি, ওই কর্মচারী তাকে হত্যা করে পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি সাহিদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, রাতে যে কোন সময় তার মাথায় মসলা বাটার নোড়া দিয়ে আঘাত করার পর তাকে জবাই করা হয়। গৃহবধূর আত্মহত্যা রাজধানীর কাফরুলে আফরোজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার বিকেলে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ইব্রাহিমপুর এলাকার ১৩৫ নম্বর আদর্শপল্লীর চতুর্থ তলার বাসার বারান্দার গ্রিলের রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আফরোজা নামে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, ১০ ভাইবোনের মধ্যে আফরোজা সবার ছোট। তার স্বামীর নাম আজিজুল হক। তাদের ৯ বছরের একটি মেয়ে রয়েছে। আফরোজা দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। এ কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে। দগ্ধ গৃহবধূর মৃত্যু পুরান ঢাকার বংশালের আলুবাজারে অগ্নিদগ্ধ গৃহবধূ মনিরা বেগমের (২১) মৃত্যু হয়েছে। দু’দিন মৃত্যু সঙ্গে লড়ে শুক্রবার গভীররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×