ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেকআপে ৩০ হাজার ইউরো

প্রকাশিত: ০৪:০৭, ২৭ আগস্ট ২০১৭

মেকআপে ৩০ হাজার ইউরো

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে যাতে তরুণ দেখায় সেজন্য তিনি সাজগোজের পেছনে ৩০ হাজার ইউরো ব্যয় করেন। এত ব্যয় করার জন্য ইতোমধ্যে তিনি সমালোচনার মুখে পড়েছেন। সংবাদমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বা বিদেশ সফরে গিয়ে সাধারণত মেকআপ শিল্পীর সাহায্য নেন রাষ্ট্রনেতারা। তেমনই প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ব্যক্তিগত মেকআপ শিল্পী রয়েছেন। -সিএনএন নামহীন জীবন! আফগানিস্তানের মেয়েদের কোন নাম থাকে না। এমনকি কবরে শুধু লেখা থাকে ওমুকের বউ, তমুকের মা...। আফগান সমাজে মেয়েদের নাম জানতে চাওয়া খুবই আপত্তিকর ও অপমানজনক। জন্ম থেকে মৃত্যু কোথাও তাদের নাম থাকে না। জন্মের প্রশংসাপত্রে মায়ের ও বিয়ের নিমন্ত্রণপত্রে পাত্রীর নাম থাকে না। এক নামহীন জীবন তাদের। নাম মুখে না আনাটাই একটা রেওয়াজ। যা সমাজের রন্ধ্রে মিশে গেছে। মেয়েরা সেখানে দ্বিতীয় শ্রেণীর মানুষ। -এবিসি নেট
×