ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণের অভিযোগ

চিঠিটি বেনামী হলেও হাল্কাভাবে নেননি প্রধানমন্ত্রী মোদি

প্রকাশিত: ০৪:০৬, ২৭ আগস্ট ২০১৭

চিঠিটি বেনামী হলেও হাল্কাভাবে নেননি প্রধানমন্ত্রী মোদি

ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন সন্ন্যাসিনীদের। তার ডেরা সাচ্চা সৌদা থেকে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দফতরে এমনই এক বেনামি চিঠিতে এ কথা জানা যায়। এক সাধ্বী (সন্ন্যাসিনী) চিঠিটি লিখেছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। ওই সাধ্বী চিঠিতে লিখেছিলেন, ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিং তাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। সাধ্বী আরও জানিয়েছিলেন, ডেরা সাচ্চা সৌদার অন্য সাধ্বীদেরও একইভাবে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে থাকেন রাম রহিম। চিঠিতে যদিও নিজের নাম লেখেননি তিনি। তবে সেই চিঠিকে উড়ো চিঠি বলে তা হালকাভাবেও নেননি প্রধানমন্ত্রী বরং বিষয়টিকে গুরুত্ব দিয়েই খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরে এমন চিঠি পৌঁছানোর পর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করে ও সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। রাম রহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমে সিবিআই ডেরা সাচ্চা সৌদার ১৮ জন সন্ন্যাসিনীকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ১৬ জন মুখ খোলেননি। দু’জন যৌন নির্যাতনের কথা বিস্তারিত জানিয়েছেন। আরিজোনার শেরিফের প্রতি ট্রাম্পের ক্ষমা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধী হিসেবে সাব্যস্ত আরিজোনার শেরিফ জো আরপাইয়োর প্রতি ক্ষমা ঘোষণা করেছেন। সন্দেহভাজন অভিবাসীদের লক্ষ্য করে ট্র্যাফিক টহল বন্ধে আদালতের এক নির্দেশকে চ্যালেঞ্জ করার পর আরপাইয়োকে (৮৫) দোষী সাব্যস্ত করা হয়। অক্টোবরে তার দ- শুরু হওয়ার কথা ছিল। খবর বিসিসির। প্রেসিডেন্ট মঙ্গলবার ফিনিক্সে এক সমাবেশে এ ক্ষমা ঘোষণার আভাস দেন। আরপাইয়ো প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন। ওবামার বিচার দফতরের ক্ষমতাধর কর্মকর্তার রাজনৈতিক উদ্দেশে তাকে দোষী সাব্যস্ত করেছেন। আরপাইয়ো প্রেসিডেন্টের উদ্দেশে টুইটে বলেন, আমার এ বিষয়টা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। শেরিফ পদের জন্য আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি। তিনি বলেন, আমি চলে যাচ্ছি বারবার। আরপাইয়ো অভিবাসীদের ব্যাপারে তার বিতর্কিত কট্টর অবস্থানের জন্য সুবিদিত। তিনি ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে অংশ নিয়েছেন প্রায় সময়। ট্রাম্প ক্ষমা ঘোষণা করে এক বিবৃতিতে বলেন, আরপাইয়ো কোরীয় যুদ্ধ শুরু হওয়ার পর ১৮ বছর বয়সে সামরিক বাহিনীতে যোগ দেন।
×