ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাম রহিম সিংকে প্রণাম জানিয়েছিলেন মোদিও

প্রকাশিত: ০৪:০৫, ২৭ আগস্ট ২০১৭

রাম রহিম সিংকে প্রণাম জানিয়েছিলেন মোদিও

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গুরমিত রাম রহিম সিংয়ের ভক্ত। ২০১৪ সালে সরকার গঠন করার পর তিনি যখন স্বচ্ছ ভারতের ডাক দেন তখন সেই ডাকে সাড়া দিতেই প্রকাশ্যে ডেরা সাচ্চা সৌদার গুরমিত সিংকে প্রণাম জানান মোদি। খবর ইন্ডিয়া টুডে অনলাইনের। প্রধানমন্ত্রীর ‘মনের কথা’ বুঝে বিজেপির সব নেতারাও তারপর ছুটে যান রাম রহিমের ডেরাতে। কারণ রাম রহিম শুধু একজন ধর্মগুরুই নন তার রয়েছে বিশাল ভক্তকুল। যারা বিজেপির একটি বড় ভোটব্যাঙ্ক হতে পারে। যার ফল পেয়েছিলেন ২০১৪ সালের অক্টোবরে হরিয়ানার বিধানসভা নির্বাচনে। ভোটে কংগ্রেসের বদলে বিজেপি সরকার গঠন করে। সে বছর বিজেপিকে সমর্থন করার ঘোষণা দেন রাম রহিম। রাজ্যে প্রথমবারের মত ক্ষমতাসীন হয় বিজেপি। সেই রাম রহিমের সাজা ও তার জেরে সাচ্চা সৌদার সমর্থকদের তাণ্ডবে ৩১ জনের প্রাণহানিতে তীব্র সমালোচনার মুখে পড়েন বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। অভিযোগ, পরিস্থিতি সামালাতে পুরোপুরি ব্যর্থ তিনি। মুখ্যমন্ত্রীর ভূমিকায় তিনি খুশি নন, তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীও। টুুুুুুুুুইট করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করতে। শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী খট্টরকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী খুব একটা ইচ্ছুক ছিলেন না সেখানে যেতে। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য চাপও বাড়ছে সরকারের অভ্যন্তরে। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী হরিয়ানার আইন শৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী হরিয়ানায় শান্তি বজায়ের আহ্বান জানিয়েছেন। উত্তর প্রদেশের উন্নাওয়ের বিজেপি সংসদ সদস্য সাক্ষী মহারাজ জানিয়েছেন, কে ঠিক, কোটি কোটি মানুষ যাকে ভগবান বলে মনে করেন সেই রাম রহিম? না, তার মতো মহান আত্মার বিরুদ্ধে অভিযোগ আনা সেই মেয়েটি? যদিও সাক্ষী মহারাজের এই বক্তব্যের পক্ষে নেই বিজেপি কেননা খট্টর বলেছেন, অনেক লোককে আটকানো হলেও বহু লোক আগে থেকেই পরিচয় গোপন করে অস্ত্র হাতে শহরে ছিল। আগে থেকে ব্যবস্থা নিলে পরিস্থিতি আরও শোচনীয় হত। তাছাড়া সিরসা-পঞ্চকুলার রাস্তা তিনদিন ধরে বন্ধ করে দেয়াও সম্ভব ছিল না।
×