ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বন্যা দুগর্তদের সহায়তার জন্য বিনামুল্যে অনলাইন কোর্স

প্রকাশিত: ০৩:৫২, ২৬ আগস্ট ২০১৭

বন্যা দুগর্তদের সহায়তার জন্য বিনামুল্যে অনলাইন কোর্স

অনলাইন রিপোর্টার ॥ বন্যার্তদের সহায়তার জন্য আগামী মাস থেকে ইশিখনডটকম সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য অনলাইনে ৩ থেকে ৫ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করছে।এই প্রশিক্ষণ আওতায় দেশের যেকোন জেলা থেকে মধ্য ও উচ্চ শিক্ষিত তরুণরা ঘরে বসেই দেশের সেরা ফ্রিল্যান্সারদের কাছ থেকে ফ্রিল্যান্সিং তথা অনলাইন আয় বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এতে চাকরিজীবি ও গৃহিনীদের জন্যও থাকছে সন্ধ্যাকালীন ও রাত্রীকালীন প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা। বন্যা দুর্গতদের জন্য ৫০০ টাকা ডোনেট করার শর্তে এবারো সারাদেশ থেকে ২০০০ জনকে বিনামুল্যে ইশিখন.কম এর অনলাইন কোর্সে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সরকারের ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রজেক্টের পাশাপাশি দেশের ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও সমৃদ্ধ করতে যেসকল বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে ইশিখনডটকম তাদের মধ্যে অন্যতম।বিগত ২ বছর যাবৎ ৩০০০ জন শিক্ষার্থীকে ইশিখনডটকম অনলাইন আয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছেন। এর আগের ব্যাচে ইশিখন.কম সারাদেশে থেকে ২০০০ জনকে বিনামুল্যে প্রশিক্ষণের জন্য সুযোগ দিয়েছেন। বর্তমানে উক্ত শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছেন। কোর্সে অংশ নেওয়া ৮০% এর উপর মার্কস পাওয়া প্রথম প্রথম ৫০ জনকে এককালীন ১৫০০০ টাকার বৃত্তি এবং প্রথম ১০০ জন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ইশিখন.কম টিম ও ইশিখন.কম এর সুপারিশকৃত বিভিন্ন কোম্পানি/প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ থাকবে।” গত বছরে প্রশিক্ষণ প্রাপ্ত অনেক শিক্ষার্থী বর্তমানে ইশিখন.কম প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করছেন। কিভাবে কোর্সে অংশ নিবেন, তার বিস্তারিত পাবেন এই লিঙ্কে: https://eshikhon.com/pro-offer
×