ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বানভাসি ২ হাজার পরিবারের পাশে গাজীপুর মহানগর ছাত্রলীগ

প্রকাশিত: ০১:৪২, ২৬ আগস্ট ২০১৭

বানভাসি ২ হাজার পরিবারের পাশে গাজীপুর মহানগর ছাত্রলীগ

জনকন্ঠ রির্পোট ॥ কুড়িগ্রাম জেলার চিলমারীতে বানভাসী মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গনযোগাযোগ বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান মনির ও কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ওয়াহেদুন্নবী সাগরের সার্বিক তত্বাবধানে গাজীপুর মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় দুই হাজার বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার সকালে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম দীপের নেতৃত্বে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান সায়মন, মাহরুফ মোর্শেদ,গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, দেওয়ান মনির সাংগঠনিক সম্পাদক আরিফুল আলম পলাশ,রুহুল কবির রিজভী, আইন বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শামিম, কর্মসুচি ও পরিকল্পনা বিয়ক সম্পাদক মুরাদ কবির আন্না, সমাজ সেবা সম্পাদক পারভেজ মোল্লা, কার্য নিবার্হী সদস্য শেখ মাসুদ রানা, পুবাইল থানা ছাত্রলীগ সাধারন সম্পাদক ফরিদ শিখদার অয়ন, কাশিপুর থানা ছাত্রলীগ সাধারন সম্পাদক সোহেল রানা, চিলমারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাজেদুল ইসলাম মিঠু,সাধারন সম্পাদক শামিম মিয়াসহ প্রায় শতাধিক নেতা কর্মী। এরপর তারা অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নের বানভাসীদের খোঁজ খবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ জানান, ‘বানভাসী মানুষের পাশে দাড়াঁনো আমাদের প্রত্যেকেরই সামাজিক দায়িত্ব বিশেষ করে বিত্তবানদের। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশের পর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় খুব তড়িঘড়ি করে হলেও প্রায় দুই হাজার পরিবারের পাশে ঈদের আগেই আমরা দাড়াঁতে পেরেছি। আমরা চাই সবাই বন্যার্তদের পাশে দাড়াঁক।’ উল্লেখ্য, গতকাল শুক্রবার গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতৃত্বে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ঢাওয়াবাড়ি ইউনিয়নে প্রায় ৬’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় নেতাকর্মীরা বন্যার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সার্বিক অবস্থার খবর নেন।
×