ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে ৯ কিলোমিটার রাস্তা ঝুঁকিপুর্ণ

প্রকাশিত: ০১:০৫, ২৬ আগস্ট ২০১৭

আমতলীতে ৯ কিলোমিটার রাস্তা ঝুঁকিপুর্ণ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট থেকে নোমোরহাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের একমাত্র সড়কটি এখন চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। সড়কটির দ্রুত সংস্কার করা না হলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজ থমকে যাবে বলে ধারনা করছে স্থানীয়রা। আমতলী উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানাগেছে, উপজেলার খুড়িয়ার খেয়াঘাট থেকে নোমোরহাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক পথ। গত তিন বছর পূর্বে এ সড়কের কাজ শেষ হয়। ওই সড়ক দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের এ্যাঙ্কর সিমেন্টের ট্যাঙ্কসহ ভারী যানবাহন চলাচল করছে। এছাড়া প্রতিদিন ওই সড়ক দিয়ে শতাধিক গাড়ী চলাচল করে। এ সড়কটি দিয়ে গাড়ী চলাচল করায় সড়কের পাথর ও বিটুমিন উঠে বড় বড় গর্ত হয়েছে। গর্তে পানি জমে খাদায় পরিনত হয়েছে। গত এক বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পরে আছে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা প্রকৌশলীকে জানানোর পরেও কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের একমাত্র সড়কটি এখন চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। শনিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, পুরো ৯ কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দে ভরা। গাড়ী চলাচল করতে পারছে না। সড়কের পাথর ও বিটুমনি উঠে গর্তে পরিনত হয়েছে। ১০ মিটার বড় বড় অন্তর অন্তর গর্ত রয়েছে। গর্তগুলো পানিতে ভর্তি। আমতলীর শারিখখালী গ্রামের আরিফুর রহমান বাচ্চু শরীফ বলেন রাস্তার অবস্থা এতই নাজুক যে বড় গাড়ীতো দুরের কথা ছোট ছোট গাড়ী চলাচল করতে পারেনা। তিনি আরো বলেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নের কাজের জন্য এ সড়ক দিয়ে মালবাহী যানবাহন চলাচল করছে। অতিদ্রুত সড়ক সংস্কার করা না হলে এ সড়ক দিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের গাড়ী যেতে পারবে না। ফলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজ থমকে যাবে। গাড়ী চালক মোঃ নজরুল ইসলাম বলেন এ সড়ক দিয়ে গাড়ী চলাচল করতে সমস্যা হচ্ছে। সে আরো জানান পুরো সড়কে খানাখন্দে ভরা। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এ্যাঙ্কর সিমেন্টের ট্যাঙ্ক চালক মামুন বলেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের যাওয়ার একমাত্র সড়কটি অবস্থা এতই নাজুক যে গাড়ী নিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম সড়কে খানাখন্দের কথা স্বীকার করে বলেন ওই সড়কের খুড়িয়ার খেয়াঘাট থেকে বিশ্বাসের হাট পর্যন্ত বেশী খারাপ ২১শ’মিটার সড়কের সংস্কার কাজের জন্য প্রকল্প তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হয়ে আসলে কাজ শুরু করবো।
×