ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বাল্যবিয়ের আসর থেকে কনের বাবা-মা আটক

প্রকাশিত: ০০:৩২, ২৬ আগস্ট ২০১৭

বরিশালে বাল্যবিয়ের আসর থেকে কনের বাবা-মা আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়ে মুক্ত জেলার আগৈলঝাড়া উপজেলায় বাল্যবিয়ের আসর থেকে কনের বাবা ও মাকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে মুচলেকা রেখে আটককৃতদের ছেড়ে দেয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রশাসানের চোখ ফাঁকি দিয়ে জন্মনিন্ধন সনদ জালিয়াতির আশ্রয় নিয়ে বাকাল গ্রামের আলাউদ্দিন পাটোয়ারীর কলেজ পড়ুয়া কন্যা জান্নাতুল ইসলামের (১৭) সাথে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের পূর্বপাড় গ্রামের অহিদ হাওলাদরে পুত্র ইতালী প্রবাসী আরিফ হাওলাদারের বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। সে অনুযায়ী ওইদিন বরযাত্রী ও গ্রামবাসীসহ চার শ’ লোকের খাবারের আয়োজন করা হয় কনের বাড়িতে। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেলের নিদের্শে ওইদিন দুপুরে থানার এসআই শাহজাহান বিয়ে বাড়িতে গিয়ে কনের পিতা আলাউদ্দিন ও মা নাসরিন বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে সটকে পরে বরযাত্রীরা। সূত্রে আরও জানা গেছে, আটককৃতরা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশ্রাফ আহম্মেদ রাসেলের কাছে মুচলেকা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়।
×