ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে সুফিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৭, ২৬ আগস্ট ২০১৭

শ্রীনগরে সুফিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে আশি বছরের বৃদ্ধা সুফিয়া বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ শনিবার সকাল ১০ টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ১৭ আগষ্ট উপজেলার দামলা এলাকার চাঁন মিয়ার বাড়িতে স্থানীয় স্বাধীন ও সেলিমের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলার ৩ দিন পর গুরুতর আহত চাঁন মিয়ার মা সুফিয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মৃত্যু বরণ করেন। ওই দিনই ১০ জনকে আসামী করে শ্রীনগর থানায় হত্যা মামলা রেকর্ড হয়। হত্যাকান্ডের শিকার বৃদ্ধা সুফিয়া বেগমের নাতি তাজুল অভিযোগ করেন, মামলা হলেও পুলিশ এখনো পর্যন্ত মামলার কোন আলামত সংগ্রহ করেনি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তারে কোন উদ্যোগ নিচ্ছেনা। আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ৬ আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। পুলিশ তাদের রিমান্ড বা জিজ্ঞাসাবাদের জন্য কোন আবেদনও করেনি। তাছাড়া মূল আসামীদের মধ্যে ৩ জন ধরা ছোয়ার বাইরে থাকায় বাদী পক্ষ হতাশা প্রকাশ করেন। বৃদ্ধ মায়ের এমন হত্যাকান্ডে মুশড়ে পরেছেন ছেলে চাঁন মিয়া। মাথায় ৬ টি সেলাই নিয়ে মানববন্ধনে উপস্থিত হয়ে হাউমাউ করে কাদঁতে থাকেন। তার আহাজারিতে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। এসময় প্রায় ২ শতাধিক বিভিন্ন বয়সের নারী পুরুষ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সমস্বরে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ফাঁসির দাবী করেন।
×