ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

রহমতগঞ্জে আটকে গেল আবাহনী

প্রকাশিত: ০৮:২৩, ২৬ আগস্ট ২০১৭

রহমতগঞ্জে আটকে গেল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ এ যেন কাকতালীয় ঘটনা। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে একই দিনে একই ভেন্যুতে ড্র করেছে দুই আবাহনী! শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ গোলশূন্য ড্র করে রুখে দেয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীকে। রাতের ম্যাচে গত লীগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে একই ব্যবধানে ড্র করে তাদের রুখে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। নিজেদের ষষ্ঠ ম্যাচে এটা ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর দ্বিতীয় ড্র। ১১ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের আগের চতুর্থ স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে এটা ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জেরও দ্বিতীয় ড্র। ৮ পয়েন্ট নিয়ে আগের মতোই আবাহনীর ঠিক নিচেই আছে তারা। গত লীগে প্রথম মোকাবেলায় ১৬ বারের লীগ চ্যাম্পিয়ন আবাহনী ২-০ গোলে হারিয়েছিল রহমতগঞ্জকে। ফিরতি সাক্ষাতেও ১-৩ গোলে হেরেছিল ওই লীগে সপ্তম হওয়া রহমতগঞ্জ। শুক্রবারের ম্যাচে আবাহনীর দুর্ভাগ্য তারা জিততে পারেনি। তাদের একটি আক্রমণ রহমতগঞ্জের পোস্টে লেগে ফিরে আসে। এই ড্র আবাহনীর জন্য যেমন হারের সমান তেমনি রহমতগঞ্জের কাছে জয়ের সমান। তাই ম্যাচ শেষে দুই দলের দুই কোচের অভিব্যক্তি ছিল ভিন্ন। যেখানে রাজ্যের হতাশা ঘিরে ধরে আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচকে সেখানে রহমতগঞ্জের কামাল বাবুর চেহারায় ছিল উচ্ছ্বাসের ছাপ। বর্তমান লীগ চ্যাম্পিয়নদের আটকে দিলে উচ্ছ্বসিত না হয়ে উপায় আছে?
×