ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বংশালে দগ্ধ গৃহবধূর ঢামেকে মৃত্যু

প্রকাশিত: ০৮:০৮, ২৬ আগস্ট ২০১৭

বংশালে দগ্ধ গৃহবধূর ঢামেকে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বংশাল আলুবাজারে দগ্ধ মনিরা খাতুন (২১) নামে এক গৃহবধূর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ২২ আগস্ট তাকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টায় তার মৃত্যু হয়। মনিরা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মশদগাঁও গ্রামের বাদল কাজীর মেয়ে। তার মামা ইউসুফ হোসেন জানান, এক ভাই, তিন বোনের মধ্যে মনিয়া সবার বড়। দুই বছর আগে এলাকার এক ছেলের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। কিন্তু বিয়ের এক সপ্তাহ পরেই শরিফ নামে অন্য এক ছেলের সঙ্গে মনিরা ঢাকায় চলে আসে। বংশাল আলুবাজার হাজী উসমান গনি রোডের ৭৮/এ নম্বর বাসায় ভাড়ায় থাকতেন তারা। তিনি অভিযোগ করে বলেন, গত ২২ আগস্ট রাত ১টার দিকে চুলায় দুধ গরম করতে গিয়ে কাপড়ে আগুন লেগে মনিরা দগ্ধ হয় বলে শরিফ আমাদের জানান। তবে আমাদের ধারণা মনিরাকে মেরে ফেলার জন্য তার শরীরে শরিফ নিজেই আগুন দেন।
×