ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালত নিয়ে মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি ॥ হানিফ

প্রকাশিত: ০৭:৪৮, ২৬ আগস্ট ২০১৭

আদালত নিয়ে মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আদালত নিয়ে মিথ্যা কথা বলে দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। এটা কোনভাবেই বরদাশত করা হবে না। বিএনপি-জামায়াত এই সরকারের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। এখন তারা ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণকে কেন্দ্র করে আলোচনার ঝড়কে কাজে লাগানোর ষড়যন্ত্র করছে। কিন্তু এখানেও তারা ব্যর্থ হবে। শুক্রবার রাজধানীর বংশালের আগাসাদেক রোডে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের ৩৩ নং ওয়ার্ড শাখা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। ১৫ আগস্ট এবং ২১ আগস্ট অনেক পুরনো ঘটনা, এটা নিয়ে কান্নাকাটির কিছু নেই’- বিএনপির এক শীর্ষ নেতার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, কত নির্লজ্জ ও প্রতারক হলে এই ধরনের কথা বলতে পারে। বিএনপি নিজেকে প্রমাণ করেছেন, তারা একটা খুনীর দল, অবৈধ ক্ষমতা দখলকারীর দল। বিএনপি নেতাদের জনগণ যাতে পাগল ও ছাগল বলতে না পারে সেজন্য সতর্ক মন্তব্য করার আহ্বান জানান। তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার চলছে। যারা মিথ্যাচার করছে, জনগণ আপনাদের দেখছে। গ্রেনেড হামলার হামলাকারী ইতোমধ্যে কোর্টে সাক্ষ্য দিয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, হাওয়া ভবনে বসে তারেক রহমানসহ খালেদা জিয়ার বিশেষ সহকারী হারিছ চৌধুরী ও একাধিক মন্ত্রীরা হামলার নীলনক্সা করেছিল। আপনারা মিথ্যাচার করে পার পাবেন না। ৭৫’ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে আপনারা জাতিকে কাঁদিয়েছিলেন। জাতির সেই কান্না এখনও শেষ হয়নি। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আবারও জাতিকে কাঁদিয়েছেন। এই বিচারের রায় কার্যকর করার মাধ্যমে আগামী দিনে আপনাদের কান্না শুরু হবে। আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। অনেক সময় ওনার কথা মিস কোট হয়ে যায়’ প্রধান বিচারপতির এমন বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়ে হানিফ সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোন কথা মিস কোট হয়ে যাতে বিভ্রান্তি না হয়, এব্যাপারে প্রধান বিচারপতি যে অনুরোধ করেছেন আপনারা দয়া করে সেটা রক্ষা করবেন। সরকার প্রধান বিচারপতির বিরুদ্ধে দুদকে দুর্নীতি তদন্ত করাচ্ছে’- বিএনপির এক শীর্ষ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, “কোথায় পেয়েছেন আপনি এই তথ্য? আপনি বলেছেন, পত্রিকায় এসেছে। আমি আজকের সকল পত্রিকা দেখেছি কোন পত্রিকায় এই ধরনের কোন খবর আসে নাই। তাহলে আপনি কিভাবে এই কথা বললেন। আপনারা ভেবেছিলেন ষোড়শ সংশোধনীর রায় বাতিলের মধ্য দিয়ে যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে হয়ত একটা অশুভ শক্তির উত্থান হতে পারে। কিন্তু যখন বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর খুব বেশি একটা পানি ঘোলা করার সুযোগ নেই। তখন নতুন করে আগুনে ঘি ঢালার জন্য মিথ্যাচার করছেন। ৩৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাজী আউয়াল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন, বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মুস্তফা, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাদল প্রমুখ।
×