ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই কনস্টেবল সাসপেন্ড

পুলিশের শটগান থেকে বের হওয়া গুলিতে ঢাকা বোর্ড সচিব আহত

প্রকাশিত: ০৭:৩৬, ২৬ আগস্ট ২০১৭

পুলিশের শটগান থেকে বের হওয়া গুলিতে ঢাকা বোর্ড সচিব আহত

স্টাফ রিপোর্টার ॥ অসাবধানতাবশত পুলিশের শটগান থেকে বেরিয়ে যাওয়া ছররার গুলিতে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব মোঃ শাহেদুল খবির চৌধুরী আহত হওয়ার ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে একদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে পুলিশ। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল খবির গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সভা শেষে বের হন। তিনি গাড়ি ভাড়া করতে গুলশান-২ নম্বরের দিকে যাচ্ছিলেন। অসাবধানতাবশত সেখানে দায়িত্বরত পুলিশের হাতের চাপ লেগে শটগান থেকে গুলি বেরিয়ে গেলে শাহেদুল খবির আহত হন। ১৯টি ছররা বুলেট শাহেদুলের হাত, পা, বুক, পিঠ ও উরুতে বিদ্ধ হয়। পুলিশ তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শাহেদুল আশঙ্কামুক্ত। শুক্রবার সকালে ডিএমপি কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া শাহেদুলকে হাসপাতালে দেখতে যান। এ সময় কমিশনার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি আহত শাহেদুলের যাবতীয় চিকিৎসা খরচ পুলিশের তরফ থেকে বহন করা হবে বলে পুলিশ কমিশনার জানান। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার এসএম মোস্তাক আহমেদ খান জানান, ওই ঘটনায় বৃহস্পতিবার রাতেই গুলশান জোনের সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে গুলশান মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহউদ্দিন মিয়াকেও। কমিটিকে এক কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডিসি আরও জানান, প্রাথমিক তদন্তে মিস ফায়ারিংয়ে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দায়িত্বে অবহেলার জন্য পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত কনস্টেবল আশরাফ ও ইমরানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অধিকতর তদন্তের পর দুই কনস্টেবলের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
×