ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান;###;প্রধান শিক্ষক ;###;ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;ই-মেইল: [email protected]

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বিজ্ঞান

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ আগস্ট ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বিজ্ঞান

পৃথিবী ও মহাকর্ষ অধ্যায় : ৭ ॥ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ৭৬। ওজনের গাণিতিক রূপ লিখ। উত্তর : ড = সম ৭৭। ওজন কী? উত্তর : ওজন একটি বল। ৭৮। ওজন কোন রাশি? উত্তর : ভেক্টর রাশি ৭৯। পৃথিবী পৃষ্ঠে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর : ৯৮ নিউটন ৮০। কীসের সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়? উত্তর : স্প্রিং নিক্তির ৮১। ভর কিলোগ্রাম এককে কীসের দ্বারা পরিমাপ করা হয়? উত্তর : নিক্তি দ্বারা ৮২। ভর কোন রাশি? উত্তর : ভৌত রাশি ৮৩। বস্তুর ওজন কীসের উপর নির্ভর করে? উত্তর : অভিকর্ষজ ত্বরণের উপর ৮৪। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজনের তত কী পরিবর্তন হয়? উত্তর : কমতে থাকে ৮৫। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কত? উত্তর : শূন্য ৮৬। চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান পৃথিবীর কত ভাগ? উত্তর : প্রায় ভাগ ৮৭। চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর : ১.৬ নিউটন ৮৮। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে কীসের উপর নির্ভর করে? উত্তর : বস্তুর দূরত্বের উপর ৮৯। ভূপৃষ্ঠে ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন কত? উত্তর : ৯.৮ নিউটন ৯০। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে কোথায়? উত্তর : পৃথিবীর দুই মেরুতে অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুতে ৯১। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলে কত? উত্তর : ৯.৮৩ নিউটন ৯২। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত? উত্তর : ৯.৭৮ নিউটন ৯৩। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন ক্রান্তীয় অঞ্চলে কত? উত্তর : ৯.৭৯ নিউটন ৯৪। বস্তুর ভর বেশি হলে বস্তুর ওজনের কী পরিবর্তন হয়? উত্তর : ওজন বেশি হয় ৯৫। যে সকল যস্ত্র দিয়ে ওজন মাপা যায় সেগুলো দিয়ে আর কী মাপা যায়? উত্তর : ভর
×