ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নগর এ্যাপস’ চালু করছে সিসিক

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ আগস্ট ২০১৭

নগর এ্যাপস’ চালু করছে সিসিক

নগরবাসীর সেবাপ্রাপ্তি আরও সহজ করতে অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম ‘নগর এ্যাপস’ চালু করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এর ফলে ঘরে বসেই নগরভবনে যে কোন সেবার আবেদন ও অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। এ এ্যাপস ব্যবহার করে মোবাইলে পরিশোধ করা যাবে সিটি কর্পোরশেনের বিভিন্ন বিলও। নগর এ্যাপস নির্মানের কাজ এখন শেষ পর্যায়ে। যাচাই-বাছাই শেষে একটি নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, কর্পোরেশনের নতুন এ্যাপস-‘নগর এ্যাপস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকবৃন্দ ঘরে বসেই সকল সেবার আবেদন করতে পারবেন। ট্রেড লাইসেন্স সংক্রান্ত নোটিফিকেশন গ্রাহকদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সেবা চালু হয়েছে। মেয়র বলেন, প্রধানমন্ত্রীর দফতরের ‘এ টু আই’ প্রকল্পের সহায়তায় সকল ওয়ার্ডে সিটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। জন্ম মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট আবেদন, বিআরটিএর লাইসেন্স আবেদন ইত্যাদি সেবা এ এ্যাপসের মাধ্যমে নেয়া যাবে। তিনি বলেন, আমরা চাই যুগোপযোগী পদ্ধতিতে নাগরিকদের সেবা নিশ্চিত হোক। সেবাসমূহকে অনলাইনে নিয়ে আসার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। -স্টাফ রিপোটার সিলেট অফিস
×