ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সি স্কুল স্কোয়াশের ফল

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ আগস্ট ২০১৭

মুন্সি স্কুল স্কোয়াশের ফল

স্পোর্টস রিপোর্টার ॥ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কোয়াশ কোর্টে শুক্রবার মুন্সি স্কুল স্কোয়াশ টুর্নামেন্টের সেমিফাইনালে বালক অনুর্ধ-১৪ বিভাগের ইস্পাহানী পাবলিক স্কুল ক্যান্টনমেন্ট বোর্ড বয়েজ স্কুলকে, বালিকাদের অনুর্ধ-১৪ বিভাগে ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস স্কুল ইস্পাহানী পাবলিক স্কুলকে, বালক অনুর্ধ-১৬ বিভাগে ইস্পাহানী পাবলিক স্কুল ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলকে, বালিকা অনুর্ধ-১৬ বিভাগে ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস স্কুল ইস্পাহানী পাবলিক স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বালক অনুর্ধ-১৪ বিভাগে এমআইএস ক্যান্টনমেন্ট বোর্ড বয়েজ হাইস্কুলকে হারায়। এ্যাথলেটিক্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার এ্যাথলেটিক্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়। এই কোর্সে ২২ জেলার ৫৫ প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন এ্যাথলেটিক্স প্রশিক্ষক কিতাব আলী, শেখ আব্দুল জব্বার, রাজিয়া সুলতানা অনু এবং আব্দুল্লাহ হেল কাফি। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিকক্স ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি, এমপি।
×