ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিরগিজস্তানে স্বর্ণ জিতলেন আরচার রুমান সানা

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ আগস্ট ২০১৭

কিরগিজস্তানে স্বর্ণ জিতলেন আরচার রুমান সানা

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের কাঠমান্ডুতে শুক্রবার সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের কাছে বাংলাদেশের হারে যখন ক্রীড়ামোদীরা মুষড়ে পড়েছিলেন তখন সুদূর কিরগিজস্তান থেকে আসা একটি সুখবরে তাদের মুখে ঠিকই হাসি ফুটেছে। কিরগিজস্তানের সুপারা চুনকারচকে চলমান রিকার্ভ ইন্টারন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আরচার রুমান সানা। ফাইনালে তিনি রাশিয়ান আরচার আলেক্সি নিকোলায়েভকে ৬-০ সেট পয়েন্টে হারান। একইদিনে মিশ্র দলগতভাবে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশের রুমান সানা ও বিউটি রায় তাজিকিস্তানের সায়দোভ তিল্লো ও ফিরোজা জুবাইদোভার কাছে ৩-৫ সেট পয়েন্টের ব্যবধানে হেরে যান। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দল আজ শনিবার দেশে ফিরে আসবে। রুমান সানা এর আগে ২০১৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে রিকার্ভ এককে স্বর্ণপদক জিতেছিলেন। এরপর ২০১৭ সালে ঢাকায় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে দলগতভাবে ১টি এবং মিশ্র দলগতভাবে ১টিসহ এ নিয়ে মোট চারটি স্বর্ণপদক অর্জন করলেন। বাংলাদেশ আরচারি ফেডারেশন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত মোট ১২টি স্বর্ণপদক করায়ত্ত করলো। র্হুরে হ্যান্ডবলে মতিঝিল মডেল ও সানিডেল চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ‘র্হুরে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট’ শুক্রবার শেষ হয়েছে। হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে মতিঝিল মডেল স্কুল ৫-০ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলকে এবং বালিকা বিভাগের ফাইনালে সানিডেল ৫-২ গোলে শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় হয় বালক বিভাগে মতিঝিল মডেল স্কুলের আব্দুল করিম বিজয় এবং বালিকা বিভাগে সানিডেলের লাবিবা। যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন সাখাওয়াত আহমেদ (হেড অব মার্কেটিং, প্রাণ কনফেকশনারি)।
×