ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সাকে নেইমারের ‘কাউন্টার এ্যাটাক’

প্রকাশিত: ০৫:৫২, ২৬ আগস্ট ২০১৭

বার্সাকে নেইমারের ‘কাউন্টার এ্যাটাক’

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরও নেইমারের পিছু ছাড়ছে না স্প্যানিশ পরাশক্তিরা। যে কারণে কিছুদিন আগে তারা চুক্তিভঙ্গের অভিযোগে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে মামলা করেছে। নেইমার তার বিরুদ্ধে করা বার্সার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। কাতালান ক্লাবটির বিরুদ্ধে রয়্যালিটি বোনাস না দেয়ার অভিযোগে আইনী পদক্ষেপ নিচ্ছেন সময়ের অন্যতম সেরা তারকা। অর্থাৎ দ্রুতই ‘কাউন্টার এ্যাটাক’ ছাড়লেন নেইমার। বার্সা ও নেইমারের এ লড়াইয়ে কে জেতে সেটাই দেখার বিষয়। নেইমারও যে পাল্টা তোপ ছেড়েছেন সেটা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিশ্চিত করেছে। ফিফা জানিয়েছে, আমরা বার্সিলোনার বিরুদ্ধে করা নেইমারের অভিযোগটা পেয়েছি। এখন সেটার তদন্ত চলবে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। নেইমারের অভিযোগ তিনি ও তার বাবা বার্সিলোনার কাছ থেকে রয়্যালিটি বোনাসের অর্থ পাননি। অর্থের পরিমাণটা ২৬ মিলিয়ন ইউরো। গত বছরের অক্টোবরে নেইমারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করে বার্সিলোনা। সেই চুক্তির শর্তমতে রয়্যালিটি বোনাস হিসেবে নেইমারের ২৬ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল। তবে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোয় এই ফরোয়ার্ডের সেই রয়্যালিটি বোনাস আটকে দেয় স্পেনের ক্লাবটি। নেইমারের বোনাস আটকে দেয়া প্রসঙ্গে বার্সিলোনা জানিয়েছে চুক্তির সব শর্তই ভঙ্গ করেছেন নেইমার। প্রথমত ৩১ জুলাইয়ের আগে অন্য কোন দলের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে পারবেন না নেইমার। দ্বিতীয়ত দল ত্যাগ করতে পারবেন না তিনি। সে কারণে তার বোনাস না দেয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। তবে কাতালানদের এ বক্তব্য ধোপে টিকবে না বলেই ধারণা। কারণ ৩ আগস্টের আগে বার্সা ছেড়ে যাওয়ার বিষয়ে কোন কথা বলেননি নেইমার। এর আগে নেইমারের বিরুদ্ধে মামলা করে বার্সিলোনা। ক্লাবটি দাবি করছে চুক্তি নবায়নের অংশ হিসেবে বার্সিলোনার কাছে ৮.৫ মিলিয়ন ইউরো নিয়েছেন নেইমার।
×