ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধনঞ্জয়াকে ছাপিয়ে ধোনি-ভুবনেশ্বর

প্রকাশিত: ০৫:৫২, ২৬ আগস্ট ২০১৭

ধনঞ্জয়াকে ছাপিয়ে ধোনি-ভুবনেশ্বর

স্পোর্টস রিপোর্টার ॥ আকিলা ধনঞ্জয়া। ২০১২ সালে অভিষেকের পাঁচ বছর পর জিম্বাবুইয়ে সিরিজে ফিরে প্রথম ওয়ানডেতে ৬০ রান দিয়ে ১ উইকেট নেয়ায় অনেকেই দ্বিধান্বিত ছিলেন। এই ছেলে আবার ব্যতিক্রম হয় কিভাবে? সময় নেননি। হাম্বানটোটায় দ্বিতীয় ম্যাচেই ৪ উইকেট। তবু ভারত সিরিজের প্রথম ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি। পরশু পাল্লেকেলে বিরল প্রতিভার বিস্ফোরণ দেখল ক্রিকেটবিশ্ব। ৫৪ রান দিয়ে নিলেন ৬ উইকেট। ধনঞ্জয়ার লেগস্পিন, অফস্পিন, গুগলি আর দুসরার মিশেলে বিভ্রান্ত রোহিত শর্মা-বিরাট কোহলির মতো রাঘব বোয়াল সব ব্যাটসম্যান। ২৩৬ রানের জবাব দিতে নেমে ভারত ৩ উইকেটে ম্যাচটা জিতেছে অনেকটা হারতে হারতে। নয় নম্বরে নেমে অপরাজিত ৫৩ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ভুবনেশ্বর কুমার। সঙ্গে সেই ফিনিশার মহেন্দ্র সিং ধোনির ৪৫*। মূলত ধোনি-ভুবনেশ্বরে ম্লান ধনঞ্জয়ার কীর্তি। সঙ্গে রোহিত (৫৪) ও ফর্মের তুঙ্গে থাকা শিখর ধাওয়ানের (৪৯) দৃঢ়তায় ৪৪.২ ওভারে ২৩১ রান করা অতিথিদের জয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। সৌজন্যে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০তে এগিয়ে গেছে ভারত। একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডে রবিবার। ২৩৬ রানে ইনিংস থামে শ্রীলঙ্কার। বৃষ্টিতে ৪৭ ওভারে ২৩১-এ নেমে আসার পরও শ্রীলঙ্কার জয়ের আসা কেউ করেনি। মাত্র ১৫ ওভারেই ভারতীয় দুই ওপেনার এক শ’ রান তুলে ফেলার পর তো মনে হচ্ছিল জয়টা সময়ের ব্যাপার। কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলেই চমকের শুরু। আকিলা ধনঞ্জয়ার বলে এলবিডব্লু হন রোহিত শর্মা। আগেরদিনই বিবাহিত জীবনে পা রাখা ধনঞ্জয়া নিজেই বিয়ের উপহার আদায় করতে নামেন। মাত্র ১৩ বলের মধ্যে ওয়ানডেতে নিজের প্রথম ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়ে ফেলেন, যেটা ইতিহাসেরই চতুর্থ দ্রুততম। ২১ বলের মধ্য ৬ উইকেট তুলে যখন থামলেন ততক্ষণে ভারতীয় ইনিংস ধ্বংসস্তূপ। বিনা উইকেটে ১০৯ রান থেকে ১৩১/৭- কোহলিরা। উইকেটে স্বীকৃত ব্যাটসম্যান বলতে শুধু ধোনি। ভাগ্যিস ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পেতে এ দিনটাকেই বেছে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। অষ্টম উইকেটে ধোনি (৪৫*) ও ভুবনেশ্বরের (৫৩*)Ñ ১০০ রানের জুটিতেই এলো অবিশ্বাস্য এক জয়। নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার রেকর্ডে ভুবনেশ্বরের এটি তৃতীয়সেরা। সবার ওপরে অস্ট্রেলিয়ার জেমস ফকনার (৬৯* বনাম ইংল্যান্ড, ২০১৪)। দ্বিতীয় স্থানে সাবেক কেনিয়া অধিনায়ক টমাস ওদোয়ো (৬১* বনাম আয়ারল্যান্ড, ২০০৭)। ওয়ানডে ইতিহাসে অষ্টম উইকেট জুটিতে ম্যাচ জয়ে বিশ্বরেকর্ড গড়েন সিং ধোনি ও ভুবনেশ্বর। অবিচ্ছিন্ন ১০০ রানের জুটি গড়ে ভারতকে নাটকীয় জয় এনে দেন দু’জনে। অষ্টম উইকেটে আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের রবি বোপারা ও স্টুয়ার্ট ব্রডের। ২০০৭ সালে ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৯৯ রান করে ইংল্যান্ডকে ৩ উইকেটে জিতিয়েছিলেন তারা। পাশাপাশি রেকর্ডের বইয়ে নিজের স্থানটা আরও একবার পাকা করে নেন ধোনি। রান তাড়া করে জেতা ম্যাচে সবচেয়ে বেশি ৩৯ বার অপরাজিত ছিলেন ধোনি। দুইয়ে থাকা জন্টি রোডসের এ কীর্তি ৩৩ বার। পেছনে ফেলে দিয়েছেন কোহলিকেও। সফল রান তাড়ায় এখন সেরা গড় (৯৯.১৬) তারই। কোহলি দুইয়ে (৯৭.৬৮)। এদিন আরও একটি কীর্তিতে নাম লিখিয়েছেন উইকেটরক্ষক-ধোনি।
×