ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দশ ওভারের ক্রিকেট!

প্রকাশিত: ০৫:৫০, ২৬ আগস্ট ২০১৭

দশ ওভারের ক্রিকেট!

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০’র দাপটে টেস্টের ভবিষ্যত নিয়ে যখন প্রশ্ন উঠছে তখনই এলো আরও বড় সংবাদ। অর্থ-বাণিজ্যের সফলতার কথা ভেবে এবার দশ ওভারের তথা ‘টি-টেন’ ক্রিকেটের আবির্ভাব হতে যাচ্ছে। টি২০ শেষ হতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টার মতো। আর নতুন ধারণার ‘টি-টেন’ শেষ হয়ে যাবে মাত্র ৯০ মিনিটে। টেন ক্রিকেট লীগ নামে নতুন এই টুর্নামেন্টের উদ্যোক্তা আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন ভারতের ড্যাশিং ওপেনার বীরেন্দর শেবাগ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার মতো তুখোড় সব তারকা। আগামী ২১-২৪ ডিসেম্বর হবে এই টুর্নামেন্ট। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের এ্যাম্বাসেডর সাবেক পাকিস্তান অধিনায়ক আফ্রিদি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। বড় বড় ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টে খেলব। পাখতুনসকে নেতৃত্ব দেব। আশাকরি পাখতুনস আপনাদের পূর্ণ শক্তির দলই দেবে।’ চারদিনব্যাপী এই টুর্নামেন্টে খেলবে মোট ছয়টি দল।
×