ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন এ দেশের মালিক জনগণ ॥ ড. কামাল

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন এ দেশের মালিক জনগণ ॥ ড. কামাল

নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ২৫ আগস্ট ॥ ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলমান বিতর্কের বিষয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এটা খুবই অনাকাক্সিক্ষত। সংবিধানে এগুলোর বিধান আছে। রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গের একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাক্ষর করে দিয়ে গেছেন ৫৫ হাজার বর্গমাইলের মালিক জনগণ। এটা সবার জানা দরকার। অনুভব করা দরকার। এই দেশ কোন রাজার দেশ নয়। আর এই দেশ কোন মহারাজা কিংবা মহারানী শাসন করে তাও না। এই দেশের মালিক সাধারণ জনগণ। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ও জাফরগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব) এম এ মান্নান, গণফোরামের জেলা নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামালসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
×