ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে

প্রকাশিত: ০৫:৩২, ২৬ আগস্ট ২০১৭

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে সাত দিন সিএ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। ওই সময় বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু থাকবে। বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ঈদ উপলক্ষে এ্যাসোসিয়েশনের বৈঠকে উৎসব পালনের লক্ষ্যে আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশীদ জানান, ওই সাত দিন ছাড়াও ৮ তারিখ শুক্রবার হওয়ায় ওই দিনও বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে আট দিন হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার কোন সুযোগ নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত কার্যক্রম চলবে।
×