ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায় ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৩০, ২৬ আগস্ট ২০১৭

প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায় ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি এসকে সিনহা এখন আওয়ামী লীগের কাঠগড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত শুরু করেছে। এটাকে দেশের মানুষ সরকারের প্রতিশোধ গ্রহণের পালা হিসেবে দেখছে। রিজভী বলেন, সর্বোচ্চ আদালতকে নতজানু রাখতে সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত শুরু করেছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। ঠিক যেভাবে বিরোধী দলকে হয়রানি করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের নামে দুদক এবং এনবিআরকে ব্যবহার করে মামলা দায়ের করে কার্যক্রম চালানো হচ্ছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করায় স্পষ্টভাবে প্রমাণিত হলো যে, সরকার যাদের তার বিরোধীপক্ষ মনে করে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও এনবিআরের মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বানোয়াট মামলা দায়ের করে। বিএনপির মুখপাত্র বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যেসব পর্যবেক্ষণগুলো দেয়া হয়েছে তা রায়েরই অংশ। প্রখ্যাত আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও আইনের শিক্ষকরা ক্রমাগতভাবে এটাই বলছেন। কিন্তু সরকার অযথা চিৎকার করে বলছে, আদালত তাদের সব ক্ষমতা নিয়ে গেছে। তারা হুমকি দিয়ে এই রায় বাতিল করতে চাচ্ছে। এ রায়ের পর্যবেক্ষণে যেহেতু বর্তমান সংসদকে অপরিপক্ব ও অকার্যকর বলা হচ্ছে সেহেতু বর্তমান সংসদ অবৈধ এবং সেজন্য সরকারও বেআইনী। সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, নিজেদের ইতিহাসের আবর্জনায় নিক্ষেপ না করে অবিলম্বে সংসদ বাতিল করে ক্ষমতা ছেড়ে দিন। বন্যা কবলিত এলাকার বাসিন্দারা ত্রাণ পাচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, মানুষ যে কত দুঃখ কষ্টে আছে তা সরকার দেখতে পায় না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ। আদালতে আঘাত এলে প্রতিহত করার ক্ষমতা বিএনপির আছে- মাহবুব সর্বোচ্চ আদালতে আঘাত এলে তা প্রতিহত করার ক্ষমতা বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব হোসেন বলেন, সাত বিচারপতি একমত হয়ে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন। আর এ রায় নিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। কিন্তু দেশের বিচার বিভাগ যদি ধ্বংস হয়, জনগণের আস্থা যদি না থাকে তাহলে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। রায় নিয়ে যদি কিছু বলার থাকে রিভিউ করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
×