ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভিক্ষুকের হাতে ভিক্ষুক খুন, কিশোরকে হত্যা

প্রকাশিত: ০৫:৩০, ২৬ আগস্ট ২০১৭

রাজধানীতে ভিক্ষুকের হাতে ভিক্ষুক খুন, কিশোরকে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর এলাকায় ভিক্ষুকের হাতে নারী ভিক্ষুক খুন হয়েছে। দারুস সালামে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে হত্যা করা হয়েছে। মিরপুরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এদিকে যাত্রাবাড়ীতে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মগবাজারে জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে নাজমুল নামের ভবঘুরের ছুরিকাঘাতে তাসলী আকতার রাবেয়া (২৬) নামে এক নারী ভবঘুরে খুন হয়েছে। দুজনই ভবঘুরে ভিক্ষুক। এ ঘটনায় পুলিশ ভিক্ষুক নাজমুলকে (২০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাজমুলের দাবি, নিহত তাসলী তার স্ত্রী। নিহতের সহকর্মী ভিক্ষুক স্বপ্না, রনি, ছালাম জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে নাজমুল ও রাবেয়ার ঝগড়া হয়। একপর্যায়ে রাবেয়ার পেটে ছুরিকাঘাত করে নাজমুল। তারা জানায়, রাবেয়াকে ছুরি মারার পর লোকজন এগিয়ে এলে তাদেরও ছুরি মারতে তেড়ে আসে নাজমুল। এ সময় সে (নাজমুল) বলতে থাকে, আমার বৌকে আমি মেরেছি তোদের কী? পরে লোকজন তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রাবেয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দরে ঢাকা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, গ্রেফতারকৃত নাজমুলের গ্রামের বাড়ি শরীয়তপুর। তবে বর্তমানে ভাসমান। গ্রেফতারকৃত নাজমুল পুলিশকে জানিয়েছেন, দুই মাস আগে টঙ্গী স্টেশনে মাজার ধরে তাদের বিয়ে হয়। এর কয়েকদিন পর থেকে রাবেয়া আর তার সঙ্গে থাকে না। এদিক-ওদিক থাকে। আজ (শুক্রবার) স্টেশন গিয়ে সে রাবেয়াকে ডাক দেয়। তার ডাক না শোনায় সে তার স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এসআই আলী আকবর জানান, বিকেলে রাবেয়ার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাজধানীর দারুস সালাম এলাকায় শাহীন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে খুন হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে দারুস সালাম লালকুঠি এলাকায় শাহীনের বুকে ছুরিকাঘাত করে তার পরিচিত কয়েক যুবক। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, শাহীন তার পরিবারের সঙ্গে দারুস সালামের টোলারবাগ এলাকায় থাকত। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। গৃহবধূর আত্মহত্যা রাজধানীর কল্যাণপুর এলাকার সেলিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরে। কল্যাণপুর ১২ নম্বর রোডের ১১/৩ নম্বর ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ কল্যাণপুরের ওই ভবনের পাঁচতলা ফ্ল্যাটের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় জানান, নিহতের বোন রোজিনার ফোন পেয়ে আমরা কল্যাণপুরের ওই বাসার দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করি। শুক্রবার দুপুরে ঢামেক হাসপাতাল মর্গে সেলিনার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই সুব্রত কুমার জানান। তিনি জানান, একমাত্র ছেলে তরুকে (৩) নিয়ে কল্যাণপুরের ওই বাসায় ভাড়া থাকতেন সেলিনা আক্তার। নিহতের ছোট বোন রোজিনা আক্তার জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় সেলিনাকে তালাক দেয় তার স্বামী। এ নিয়ে একটি মামলা চলছে। বৃহস্পতিবার রাতে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আওয়ামী লীগকর্মী আহত রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইঞ্জিনিয়ার বদর উদ্দিন আজিজ (৫৩) নামে এক আওয়ামী লীগকর্মী আহত হয়েছেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়ার পূর্ব শেখদির স্কুল রোডের নিজ বাসার সামনে ২-৩ যুবক আজিজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে আহতের স্ত্রী জান্নাতুন নাহার ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, স্বামী বদর উদ্দিন আজিজ আওয়ামী লীগের ত্যাগী কর্মী। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন তিনি। জান্নাতুন নাহার আরও জানান, শুক্রবার ভোরে ২১ আগস্ট উপলক্ষে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাসা থেকে বের হন। বাসা থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরই দুর্বৃত্তরা তাকে ঘিরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। কে বা কারা তার স্বামীর ওপর এ হামলা চালিয়েছে, কেন এ হামলা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, আহত বদর উদ্দিন আজিজের হাত, পা, মুখ, বুক ও পিঠে ছুরিকাঘাতের জখমের চিহ্ন রয়েছে। জাল নোটসহ একজন গ্রেফতার রাজধানীর মগবাজারে জাল টাকাসহ মোঃ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ডিসি মোঃ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ডিবি পুলিশের একটি টিম মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামের ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ওই টাকাগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ডিসি মাসুদুর রহমান জানান, জাহাঙ্গীর পেশাদার জাল নোট বিক্রেতা। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন গরুর হাট লক্ষ্য করে সে মাঠে নেমেছে। বিপুল পরিমাণ জাল টাকা সরবরাহ করার পরিকল্পনা ছিল তার।
×