ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

বিএনপির হাতে রাজনৈতিক হাতিয়ার তুলে দিয়েছেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:২৬, ২৬ আগস্ট ২০১৭

বিএনপির হাতে রাজনৈতিক হাতিয়ার তুলে দিয়েছেন প্রধান বিচারপতি

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ নেতারা প্রধান বিচারপতির কিছু মন্তব্যের সমালোচনা করে বলেছেন, প্রধান বিচারপতি কিছু মন্তব্য করে বিএনপির হাতে রাজনৈতিক হাতিয়ার তুলে দিয়েছেন। জনবিচ্ছিন্ন বিএনপি গর্তে থেকে বেরিয়ে প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ষোড়শ সংশোধনী রায় নিয়ে প্রধান বিচারপতিই জটিলতা সৃষ্টি করেছেন। জাতির প্রত্যাশা, প্রধান বিচারপতিই সৃষ্ট সঙ্কট সমাধানের পথ খুঁজে বের করবেন। শুক্রবার রাজধানীতে পৃথক পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাতই জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। লন্ডনে বসে মা-ছেলে মিলে যতই ষড়যন্ত্র করুন না কেন, আওয়ামী লীগ আগেও সব ষড়যন্ত্র মোকাবেলা করেছে, এবারও করবে। দেশের জনগণ আর কোন ষড়যন্ত্র-চক্রান্ত বাংলাদেশের মাটিতে সফল হতে দেবে না। রায় নিয়ে দিবাস্বপ্ন দেখে লাভ হবে না- আবদুর রহমান বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দিবাস্বপ্ন দেখে কোন লাভ হবে না। আপনারা যে বিষধর সাপ নিয়ে খেলছেন, সে সাপই আপনাদের ছোবল দেবে। তখন আপনারা বুঝতে পারবেন, ষড়যন্ত্রের রাজনীতির কি পরিণতি হতে পারে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়ে তিনি একথা বলেন। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় এবং সংরক্ষিত নারী আসনের সদস্যের প্রতি অবমাননাকর উক্তির প্রতিবাদে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবিতে এ কর্মসূচীর আয়োজন করা হয়। আবদুর রহমান বলেন, প্রধান বিচারপতির এই মন্তব্য বিএনপিকে রাজনীতি করার হাতিয়ার তুলে দিয়েছে। বিএনপি আজকে এই রায় নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘আপনি আগুন নিয়ে খেলবেন না, এই আগুনে আপনাদের হাতই জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। এই বাঙালি জাতি কোন ষড়যন্ত্র-চক্রান্তের কাছে মাথা নত করেনি। তাই রায় নিয়ে রাজনীতি করবেন না। এই রায় নিয়ে প্রধান বিচারপতি জটিলতা সৃষ্টি করেছেন। তিনিই এই সঙ্কট নিরসনের পথ প্রশস্ত করে সঙ্কট সমাধানের পথ খুঁজে বের করবেন। বাংলাদেশের মানুষ পাকিস্তানের সঙ্গে কোন তুলনা বরদাশত করবে না। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুগ্ম সাধারণ সম্পাদিকা শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদিকা রাজিয়া সুলতানা পান্না, দফতর সম্পাদিকা রোজিনা নাসরিন রোজী, প্রচার সম্পাদিকা নীলিমা আকতার লিলি, সমাজকল্যাণ সম্পাদিকা ডাঃ সেলিনা আখতার প্রমুখ। প্রধান বিচারপতি ফেতনা সৃষ্টিকারী- ড. হাছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে জাতীয় জীবনে যারা ফেতনা সৃষ্টি করছেন তাদের অন্যতম হচ্ছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি ইসলামিক ও সামাজিক দৃষ্টিতে ফেতনা সৃষ্টিকারী। এ কারণেই আজ সম্ভবত আলেম-ওলামারা মাঠে নেমেছেন, ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেতনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি আরও বলেন, সভা-সমিতিতে গিয়ে দীর্ঘদিন ধরে এস কে সিনহা রাজনৈতিক বক্তব্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের হাতে বিভিন্ন ইস্যু তুলে দিয়েছেন। অর্থাৎ জাতীয় জীবনে ফেতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন তিনি। বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপির কোন রাজনীতি নেই। তারা ফরহাদ মজহারের ঘাড়ে চড়ে রাজনীতি করেছে। কিন্তু ফরহাদ মজহার কি কারণে এবং কোন মহিলার কারণে নিখোঁজ হয়েছে সেটা প্রকাশ হওয়ায় পর বিএনপি চুপসে গেছে। এখন তারা রাজনীতি করছে প্রধান বিচারপতির ঘাড়ে চড়ে। আয়োজক সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ নাফিযীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি প্রমুখ। নীলকণ্ঠ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করবে আ’লীগ- চুমকি বিএনপি বিদেশে বসে ‘ষড়যন্ত্রের নীল নক্সা’ করছে অভিযোগ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যতই ষড়যন্ত্র করা হোক, আওয়ামী লীগ নীলকণ্ঠ হয়ে তা মোকাবেলা করবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশিদা বেগম।
×