ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৪:৫৪, ২৬ আগস্ট ২০১৭

কবিতা

**চাঁদের পাশে চাঁদনী হাসে নুরুন্নাহার শিরীন শ্রাবণ মাসে এদেশ জুড়ে জল থইথই যায়রে পুড়ে বান ভাসিদের দুঃখ কাতর দিন- অন্যদিকে অন্যতর হৈহল্লার দিন। আলো মেঘ এই আছে এই নেই আকাশ বাতাস নাচে ধেইধেই। এই দেশেতে এমন করে কোটি মানুষের দিনরাত্রি ঝরে। তাইতো হৃদয় দুঃখ কষ্টে জ্বলে তাইতো মানুষ বাঁচে জলে স্থলে। তাইতো খুশির চাঁদ আসে তাইতো চাঁদনী ঝিলিমিলি হাসে। ** কোরবানির এই ঈদের দিনে রবিউল হুসাইন কোরবানির এই ঈদের দিনে কথাটা কই আপন মনে যতই মনে খুশি জাগে ততই আমার কষ্ট লাগে সবার যা প্রিয় আপন সেসব নিয়েই জীবন যাপন তাদের মধ্যে যে প্রিয়তম তাকেই উৎসর্গের নিয়ম মন ও প্রাণ উজাড় করে খোদার প্রতি অকাতরে যে করবে জীবন দান পরিবর্তে এক পশুর প্রাণ যদিও এই বিষয় জানি- সেটাই আসল কোরবানি কিন্তু তার চেয়েও বড় কাজ বধি যদি পশুমন আজ ** খুশির নাচ জগলুল হায়দার নাচে নাচে পাতা নাচে গোমড়া অংক খাতা নাচে খোকা নাচে খুকি নাচে জোসনা উঁকিঝুঁকি নাচে নাচে চোখের কাচ। রোদ্র নাচে ছায়া নাচে মায়ের মুখের মায়া নাচে গরম খোলায় মুড়ি নাচে ল্যাঞ্জাওয়ালা ঘুড়ি নাচে নাচের কারুকাজ। নাচছে কারণ পাচ্ছে সুবাস আসছে ঈদের দিন মুড়ির সঙ্গে তাই খুশিতে নাচছে মুড়ির টিন।
×