ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে উড়াল সেতু

প্রকাশিত: ০৪:৩১, ২৬ আগস্ট ২০১৭

রংপুরে উড়াল সেতু

এবার উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে হতে যাচ্ছে উড়াল সেতু। নগরীর প্রাণজুড়ে বয়ে চলা শ্যামাসুন্দরী খালের ওপর প্রায় সাড়ে ৬ কিলোমিটার উড়াল সেতু নির্মাণে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সেতুটি নির্মাণ করা হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি জলাবদ্ধতা দূর হবে। সেই সঙ্গে নগরীর সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখবে এ সেতুটি। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, চলতি (২০১৭-২০১৮) অর্থবছরেই শ্যামাসুন্দরী খালের ওপর উড়াল সেতু নির্মাণের কাজ শুরু হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে আনুমানিক সাড়ে ৬ শ’ কোটি টাকা। উড়াল সেতু নির্মাণে অর্থের যোগান দেবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্য একটি দেশ। সেতুটি নগরীর মাহিগঞ্জ সাতমাথা থেকে শুরু হয়ে ক্যান্টনমেন্ট চেকপোস্ট পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটারব্যাপী নির্মিত হবে। এছাড়া খালের পানি প্রবাহ ঠিক রেখে উড়াল সেতু থেকে শহরের বিভিন্ন সড়কে সংযোগ তৈরি করা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবিদদের নিয়ে ইতোমধ্যে যাবতীয় পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, জীর্ণ, গতিহীন, সৌন্দর্যহীন, ময়লা আবর্জনা ও দূষণে কালো হয়ে গেছে শ্যামা সুন্দরী খালের পানি। নগরীর বুক চিরে বয়ে চলা দীর্ঘ শ্যামাসুন্দরী খাল এখন রংপুর নগরবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে এর পানি প্রবাহ। ধীরে ধীরে শ্রী হারিয়ে দখলে-দূষণে বিপর্যস্ত শ্যামাসুন্দরী খাল এখন মশার নিরাপদ প্রজনন ক্ষেত্র। শহরের ময়লা-আবর্জনা ছাড়াও বিভিন্ন আবাসিক এলাকার মলমূত্র জমে থাকার কারণে খালটি নগরবাসীর জন্য আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত হয়েছে। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু বলেন, শ্যামাসুন্দরী খালের ওপর উড়াল সেতু নির্মাণের জন্য নক্সার অনুমোদন দেয়া হয়েছে। একনেকে বিষয়টি উত্থাপনের জন্য যাবতীয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন। একনেকের সভায় পাস হলেই চলতি (২০১৭-২০১৮) অর্থবছরেই উড়াল সেতু নির্মাণের কাজ শুরু হবে। জানা গেছে, সুপেয় পানি ও জলাবদ্ধতা দূরীকরণের কারণে ১৭০০ শতকে শ্যামাসুন্দরী খাল খনন শুরু হয়। ১৮৯০ সালে তদানীন্তন জমিদার জানকি বল্লভ সেন তার মাতা শ্যামা সুন্দরীর নামে এই খাল খনন করেন। সেই সময় থেকে ১৯৫০ সাল পর্যন্ত রংপুরের সৌন্দর্য বর্ধনে শ্যামাসুন্দরী খাল অন্যতম একটি ভূমিকায় ছিল। -আব্দুর রউফ সরকার রংপুর থেকে
×