ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭৬ কোটি ডলারের লটারি

প্রকাশিত: ০৪:১৭, ২৬ আগস্ট ২০১৭

৭৬ কোটি ডলারের লটারি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বস্টন শহরের মার্সি মেডিক্যাল সেন্টারের নার্স মাভিস ওয়ানচিক (৫৩) এখন ৭৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলারের মালিক। মার্কিন ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি পাওয়ারবলের লটারির জ্যাকপট জিতেছেন। লটারি জেতার পর তিনি চাকরি ছেড়ে দেন। নিয়মানুযায়ী লটারিতে নিজের পরিবারের সদস্যদের জন্মতারিখ দিয়ে পরপর খেলতে হয়। আর সেই নম্বরের খেলায় সবশেষে আসে পুরস্কারের অঙ্ক। -এএফপি এ্যাঙ্গোলায় বিজয়ী জোয়াও এ্যাঙ্গোলার ক্ষমতাসীন পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব এ্যাঙ্গোলা (এমপিএলএ) দলের প্রার্থী জোয়াও লরেন্স বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট জোসে এদুয়ার্দো দস সান্তোসের উত্তরসূরি হতে যাচ্ছেন। জোসে দীর্ঘ ৩৮ বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। নির্বাচনে জোয়াও ৬৪ শতাংশ ভোট পেয়েছেন। -এএফপি
×