ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির দায়ে স্যামসাং উত্তরাধিকারীর পাঁচ বছর জেল

প্রকাশিত: ০৪:১৫, ২৬ আগস্ট ২০১৭

দুর্নীতির দায়ে স্যামসাং উত্তরাধিকারীর পাঁচ বছর জেল

স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জি ইয়ংকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদ- দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত। সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্ট শুক্রবার এ রায়ে বলেছে, স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট লি জি ইয়ং সুবিধা পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ঘুষ দিয়েছিলেন। খবর ওয়েবসাইটের। দুর্নীতির দায়ে অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে গত মার্চ মাসে অপসারণ করা হয়। ৪৯ বছর বয়সী লি বরাবরই ঘুষ দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। চলতি বছর ১৭ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন। এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে বলে জানিয়েছেন লির একজন আইনজীবী। স্যামসাংয়ের কর্ণধার লি কুন হি ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যত অবসরে যাওয়ার পর থেকে তার ছেলে লিই বিশ্বের অন্যতম শীর্ষ এ কোম্পানির দেখভাল করে আসছিলেন।
×