ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত-নেপালের মধ্যে তৈরি হচ্ছে নতুন মৈত্রী সেতু

প্রকাশিত: ০৪:১৫, ২৬ আগস্ট ২০১৭

ভারত-নেপালের মধ্যে তৈরি হচ্ছে নতুন মৈত্রী সেতু

ভারত-নেপাল সীমান্তে এবার মেচি নদীর ওপর তৈরি হতে চলেছে নতুন সেতু। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হবে। মিলিতভাবে এই সেতু যাতে গড়ে তোলা যায়, তা ওই চুক্তিতে বলা থাকবে। খবর ওয়েবসাইটের। নেপালের কাকারভিতা ও ভারতের পানিতাঙ্কি বাইপাসের উন্নয়ন নিয়ে এ চুক্তি স্বাক্ষরিত হবে। জাতীয় সড়ক ৩২৭বি’র ওপর নির্মিত হবে সেতুটি। কভার করবে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার পথ। আট শ’ ২৫ মিটারের এ রাস্তায় থাকবে ৬টি লেন। এশিয়ান হাইওয়ে-২ থেকে শুরু হবে মেচি সেতু। ভারত ও নেপালের মধ্যে যোগাযোগ বাড়াতেই এ সেতু তৈরি হচ্ছে। তৈরি করতে খরচ পড়ছে প্রায় এক শ’ ৫৯ কোটি টাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে সেতু তৈরিতে সাহায্য করবে ভারত। এ সেতু তৈরি হলে আঞ্চলিক যোগাযোগ বাড়বে। ভারত ও নেপালের মধ্যে বাণিজ্য বাড়বে বলেও মনে করা হচ্ছে। সেতুটির ডিজাইন করছে ন্যাশনাল হাইওয়ে এ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
×