ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন রণতরী ইউএসএস পার্ল হারবার গোয়ায়

প্রকাশিত: ০৪:১৩, ২৬ আগস্ট ২০১৭

মার্কিন রণতরী ইউএসএস পার্ল হারবার গোয়ায়

ভারতের দক্ষিণাঞ্চলী রাজ্য গোয়ার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার সকালে মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস পার্ল হারবার নোঙ্গর ফেলেছে। রণতরীটিতে দুই হাজার দুই শ’ নাবিক ও নৌ কমান্ডো রয়েছে। রণতরীটির প্রথমবারের মতো ভারতে নোঙ্গর ফেলল। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। যদিও এ সফর মার্কিন নৌবাহিনীর ১৫তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের (এমইইউ) চলমান আন্তর্জাতিক ভ্রমণের অংশ বলে মনে করা হচ্ছে তারপর এটি ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কেননা চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এক বিবৃতিতে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাত শ’ নৌসেনাকে নিয়ে ‘ইউএসএস পার্ল হারবার’ জাহাজ গোয়ায় পৌঁছেছে। বন্দরে থাকাকালীন সময়ে মার্কি নৌসেনারা ভারতের নৌসেনা ও মেরিন কমান্ডোদের সঙ্গে সাক্ষাত করবেন। তারা মূলত জল ও স্থল উভয় যুদ্ধের (এ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ার) কলাকৌশল নিয়ে আলোচনা করবেন। ইউএসএস পার্ল হারবার ও ১৫তম এমইইউ বর্তমানে ইউএসএস আমেরিকা এ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের একটি অংশ হিসেবে নিয়োজিত রয়েছে। যা ভারত-এশিয়া- প্রশান্ত মহাসাগর অঞ্চলে অংশীদারিত্ব জোরদার করতে এবং কোন ধরনের সম্ভাব্য প্রতিযোগিতার জন্য প্রস্তুতিমূলক প্রতিক্রিয়া হিসেবে কাজ করছে। ইউএসএস পার্ল হারবারের কমান্ডিং অফিসার কমান্ডার থিওডোর এসেনেফল্ড বলেন, নৌবাহিনী ও পার্ল হারবারের নৌসেনারা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে আছে। এমইইউর গ্রাউন্ড কম্ব্যাট এলিমেন্ট প্রায় এক হাজার দুই শ’ মেরিন ও নাবিকদের সমন্বয়ে গঠিত। এতে হালকা প্রযুক্তির যানবাহন, ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধ প্রকৌশলী ও হামলার জন্য এ্যাম্ফিবিয়ান যানবাহনগুলোর জন্য সব ধরনের অস্ত্র রয়েছে। এভিয়েশন যুদ্ধের উপাদানটি একটি যৌথ স্কোয়াড্রন যা এমইইউ মাধ্যমকে ভারি অস্ত্র তোলার ক্ষমতা, আক্রমণ সমর্থন ও বিমান উড্ডয়নে সহায়তা দিয়ে থাকে। চীনের সঙ্গে উত্তেজনা চলাকালীন মার্কিন রণতরীর ভারতে আগমন নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ‘ইউএসএস পার্ল হারবার’ জল ও স্থল যুদ্ধের উপযোগী। সেনা ও যুদ্ধের যানবাহনকে কার্যত ডাঙায় পৌঁছে দিতে পারে এ জাহাজ। দুপক্ষের আলোচনার বিষয়বস্তুও নৌ, আকাশ ও স্থলভূমির যৌথ যুদ্ধ। ভারতীয় নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেন, মার্কিন রণতরী পূর্বপরিকল্পনা অনুসারেই বন্দর পরিদর্শনে এসেছে। দুপক্ষের কোন যৌথ মহড়া হচ্ছে না।
×