ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপালে ভারতবিরোধী তৎপরতা চালাতে দেয়া হবে না

প্রকাশিত: ০৪:১২, ২৬ আগস্ট ২০১৭

নেপালে ভারতবিরোধী তৎপরতা চালাতে দেয়া হবে না

বন্ধু প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোন ধরনের তৎপরতা চালাতে দেবে না নেপালের, বৃহস্পতিবার নয়দিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এ কথা বলেছেন। দু’নেতার এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দু’দেশের মধ্যকার উন্মুক্ত সীমান্তের অপব্যবহার রোধে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারত ও চীনের মধ্যে দোকলাম ইস্যুতে যখন সীমান্তে অস্থিরতা বিরাজ করছে এমন এক সময় নেপালের প্রধানমন্ত্রী ভারত সফর করেন। দেউবা মোদিকে বলেছেন তার দেশ বন্ধু প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোন ধরনের তৎপরতা চালাতে দেবে না। এছাড়া তারা পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা বলেন। দেউবা মোদিকে আশ্বাস দেন তার দেশ বন্ধু প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোন ধরনের তৎপরতা চালাতে নিজ ভূখ- ব্যবহার করতে দেবে না। তিনি আরও বলেন, দু’দেশের সম্পর্ক আরও জোরদার করতে যে কোন সহযোগিতা ও সমর্থন নেপাল অব্যাহত রাখবে। পারস্পরিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললেও দোকলাম ইস্যুতে চীনের সঙ্গে মাসাধিকাল ধরে চলা অচলাবস্থা নিয়ে কোন কথা হয়নি বলে ভারতের পররাষ্ট্র সচিব জয় শঙ্কর জানিয়েছেন। নেপালের নয়া সংবিধানে সমাজের সবগুলো অংশের উন্নয়নের প্রতি দৃষ্টি দেয়ার প্রশংসা করেছেন মোদি। দু’দেশের মধ্যে যে উন্মুক্ত সীমান্ত রয়েছে তার অপব্যবহার যেন না হয় সে লক্ষে দু’দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেছেন দুই নেতা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয় ‘পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগের ওপর আমাদের পারস্পরিক প্রতিরক্ষা স্বার্থ নির্ভরশীল।’ জয় শঙ্কর নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দু’দেশের মধ্যকার সীমান্তে বহু আঁকাবাঁকা অংশ যেখানে নজরদারি বেশ শিথিল। এসব জায়গায় নজরদারি বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী দেউবার ভারত সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ৮টি চুক্তি সই হয়। বিদ্যুত সরবরাহ থেকে অবকাঠামো, ভূমিকম্প বিধ্বস্ত নেপালের উন্নয়ন থেকে পুনর্গঠনসহ বিভিন্ন প্রসঙ্গ রয়েছে এসব চুক্তির মধ্যে। দু’দেশের নেতা যৌথভাবে দুটি আন্তসীমান্ত বিদ্যুত ট্রান্সমিশন লাইন উদ্বোধন করেন। মোদি জানিয়েছেন, নেপালকে অতিরিক্ত ১০০ মেগাওয়াট বিদ্যুত দেবে ভারত। তিনি বলেন, ‘আজ আমি আর প্রধানমন্ত্রী দেউবা দু’দেশের মধ্যে সহযোগিতার সীমাহীন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। নেপালের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে পারাটা আমাদের কাছে গৌরবের বিষয়।’
×