ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ॥ আটক ২

প্রকাশিত: ০১:৪৭, ২৫ আগস্ট ২০১৭

কর্ণফুলীতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ কর্ণফুলীতে বাজির টাকা নিয়ে বাকবিতন্ডাকে কেন্দ্র করে মোহাম্মদ জাফর (৫৫) নামের একব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠেছে। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের আবদুর রশিদের পুত্র। বৃহস্পতিবার রাত নয়টায় ১৬-গুটি খেলা নিয়ে নিহত জাফরের পুত্র নয়নের সঙ্গে নিকটাত্মীয় মঈনুল ও বাবুলের মধ্যে বাজির টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি হয়। এতে বৃদ্ধ জাফর গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ফুফাতো ভাই মঈনুল ও রবিউল নামের দুইজনকে পুলিশ আটক করেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে জাফরের ছেলে নয়ন ১৬-গুটি খেলা নিয়ে নিকটাত্মীয় মইনুলের সঙ্গে এক হাজার টাকার বাজি ধরে। বাজিতে হেরে যায় নয়ন। বাজির টাকা দিতে না পেরে নয়ন তার মোবাইল ফোন মঈনুলকে বন্ধক দেন। পরে নয়ন সেই মোবাইল ফোনে থাকা মেমরি কার্ড ফেরত দিতে বললে মঈনুল অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে জাফর ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে পড়লে মঈনুলের ফুফাত ভাই বাবলু, রবিউল লাঠি দিয়ে বৃদ্ধ জাফরকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে জাফরের বাম কান ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ১৬-গুটি খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি হয়েছে। এই ঘটনায় জাফর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িত মঈনুল ও রবিউলকে আটক করা হয়েছে। এই ব্যাপারে থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।
×