ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ১৬’শ জবাইকেন্দ্রের জন্য ১২’শ কমিটি গঠন

প্রকাশিত: ০১:১৯, ২৫ আগস্ট ২০১৭

বরিশালে ১৬’শ জবাইকেন্দ্রের জন্য ১২’শ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন ঈদ-উল-আজহা (কোরবানি) পশু সুনির্দিষ্ট স্থানে জবাই ও বর্জ্য দ্রুত অপসারণের জন্য বরিশাল জেলায় এক হাজার ৬৬৫টি পশু জবাইকেন্দ্র স্থাপন করা হয়েছে। আর এসব জবাইকেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে এক হাজার ২৩১টি কমিটি গঠন করা হয়েছে। জবাইকেন্দ্রগুলোর মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৭৪টি, জেলার ছয়টি পৌরসভায় ১৬২টি ও ৮৭টি ইউনিয়নে এক হাজার ৩২৯টি রয়েছে। অপরদিকে গঠণ করা কমিটির সদস্যরা পশু কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন, কমিটির সদস্যদের দায়িত্বের মধ্যে রয়েছে, যত্রতত্র পশু জবাই না করে পাড়া-মহল্লার নির্ধারিতস্থানে পশু জবাই এবং গর্ত খনন করে সেখানে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য ফেলা নিশ্চিত করা, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কসাই দিয়ে পশু জবাই করা এবং পশুর চামড়া ছাড়ানো। এছাড়া ধর্মীয় নেতা, বিশেষ করে মসজিদের ইমাম, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং আলেমদের জুমা ও ঈদ-উল আজহার নামাজে এ বিষয়ে বক্তব্য দেয়া, কোরবানির পশুর হাটে এবং সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট পশু জবাই স্থানের তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে মাইকিং, লিফলেট ও ব্যানারের মাধ্যমে জনগণকে অবহিত করা।
×