ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে জেএমবির জঙ্গি হাসান শেখ গ্রেপ্তার

প্রকাশিত: ২৩:৪১, ২৫ আগস্ট ২০১৭

জামালপুরে জেএমবির জঙ্গি হাসান শেখ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জেএমবি’র সামরিক শাখার এহসার সদস্য হাসান শেখকে (৫২) গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হাসান শেখকে শুক্রবার জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, জঙ্গি হাসান শেখ জামালপুর জেলায় জেএমবির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ও সামরিক শাখার এহসার সদস্য ছিলেন। জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত থাকার অভিযোগে তার এক সহযোগী আব্দুল মাজেদসহ (৩১) ২০০৯ সালের ২৬ অক্টোবর তারা গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা রয়েছে। মো. হাসান শেখ ওই মামলায় জামিনে রেব হয়ে আত্মগোপনে ছিলেন। তার সহযোগী আব্দুল মাজেদ জামিনে রয়েছেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে হাসান শেখকে শুক্রবার জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের জামালপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ হায়াতুল ইসলাম খান জনকণ্ঠকে জানিয়েছেন, র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বেশ কিছু সন্দেহভাজন উগ্রপন্থী ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ সদস্য গোয়েন্দা নজরদারির মধ্যে ছিল। এরই ধারাবাহিকতায় জঙ্গি হাসান শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
×