ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় স্ত্রীকে হত্যা ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ২০:২৩, ২৫ আগস্ট ২০১৭

নেত্রকোনায় স্ত্রীকে হত্যা ॥  স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা শহরতলির হোসেনপুর এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধার করা তরুণীর গলকাটা লাশের পরিচয় মিলেছে। তার নাম নাসরিন আক্তার(২৭)। সে নরসিংদী জেলার শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। নাসরিনের বেপরোয়া জীবনযাপন, বনিবনার অভাব এবং তৃতীয় বিয়ের পথ পরিস্কার করতেই স্বামী মিলন মিয়া(৩২) তাকে জবাই করে হত্যা করে। বৃহস্পতিবার রাতে পুলিশ মিলন মিয়াকে গ্রেফতার করেছে। মিলন মিয়ার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামে। তার বাবার নাম লুৎফর মিয়া। প্রযুক্তির সহায়তায় পুলিশ ঘটনাটির ক্লু উদ্ধার করে। শুক্রবার সকালে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মিলন মিয়াকে হাজির করেন এবং হত্যাকা-ের বর্ণনা দেন। এ সময় নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান এবং ওসি (তদন্ত) শাহনূর এ আলম উপস্থিত ছিলেন। তারা জানান, মিলন মিয়া এবং নাসরিন একসময় টঙ্গীতে থাকতো। সেখানেই পরিচয়ের পর তাদের বিয়ে হয়। এটি উভয়ের দ্বিতীয় বিয়ে। কিন্তু নাসরিনের বেপরোয়া জীবনযাপনের কারণে দু’জনের বনিবনা হচ্ছিল না। এ কারণে মিলন নেত্রকোনায় ফিরে আসে। জেলা শহরের সাতপাই এলাকার তালুকদার বাড়িতে সে ভাড়া বাসা নিয়ে থাকে। আর নাসরিন টঙ্গীতেই থাকে। তৃতীয় বিয়ের পথ পরিস্কার করতে মিলন নাসরিনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার তিনদিন আগে একটি ছুরি কিনে হোসেনপুর এলাকার একটি ধান ক্ষেতে পুঁতে রাখে। পরে নাসরিনকে নেত্রকোনার ফিরে আসতে খবর দেয়। শনিবার রাতে নাসরিন টঙ্গী থেকে নেত্রকোনায় আসে। স্থানীয় বাসস্ট্যান্ডে আসার পর মিলন তাকে বাসায় নেয়ার কথা বলে হোসেনপুরের রাস্তায় নিয়ে যায়। সেখানে প্রশ্রাবের কথা বলে রাস্তার পাশের ক্ষেত থেকে পূর্বে পুঁতে রাখা ছুরিটি হাতে নেয়। এক পর্যায়ে সেই ছুরি দিয়ে নাসরিনকে জবাই করে এবং বুকে আঘাত করে হত্যা করে। রবিবার নেত্রকোনা মডেল থানা পুলিশ অজ্ঞাত নারী হিসেবে তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর কাগজে লেখা কয়েকটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই মোবাইল নম্বর সমূহের সূত্র ধরেই পুলিশ নিহতের পরিচয় সনাক্ত করে। পরে তার স্বামীর পরিচয়ও জানতে পায়। মিলন মিয়া হত্যার দায় স্বীকার করে স্বাকারোক্তি দিয়েছে। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গত সোমবার এ ব্যাপারে ‘নেত্রকোনায় তরুণীর লাশ উদ্ধার’ শিরোনামে জনকণ্ঠে খবর প্রকাশিত হয়।
×